পাশের বাড়িতে থাকা জেঠুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ! জেঠুর প্রশ্রয়েই তাঁর বাড়িতে থাকা তিন ভাড়াটিয়া যুবক কটাক্ষ করতেন তরুণীকে! সেই ঘটনার প্রতিবাদ করায়, বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে তরুণীর ঘরে ঢুকে তাঁকে মারধর ও শ্লীতহানির অভিযোগ তিন যুবক ও তরুণীর জেঠুর নামে। ঘটনাটি ঘটেছে বারাসতের নিবেদিতাপল্লি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ির পাশেই থাকেন তাঁর জেঠু বাবু গাইন। সম্পত্তি নিয়ে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। জেঠুর বাড়িতে ভাড়া থাকেন তিন যুবক। অভিযোগ, দীর্ঘদিনের এই বিবাদকে কেন্দ্র করেই তিন ভাড়াটিয়া তরুণীকে কটূক্তি করতেন। এরই প্রতিবাদ করায় ঘরে ঢুকে তরুণীকে মারধর, শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিন যুবকের সঙ্গে তরুণীর জেঠুও তাঁকে মারধর করেছে বলেও অভিযোগ।
তরুণীর মা বলেন, "সম্পত্তি নিয়ে বিবাদ তো পরের কথা। আমি বাড়িতে না থাকায় ভাসুরের পক্ষ নিয়ে ওই তিন যুবক আমার মেয়েকে কটূক্তি করত। প্রতিবাদ করায় ভাসুর-সহ ওই তিন যুবক ঘরে ঢুকে আমার মেয়েকে মারধর, শ্লীলতাহানি করেছে। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি।"
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার। অভিযোগ দায়ের হয়েছে থানার। পুলিশ জানিয়েছে, দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু'পক্ষই জখম হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
