shono
Advertisement

সম্পত্তি নিয়ে বিবাদে বাবা-মাকে পুড়িয়ে খুন ছেলের, অগ্নিদগ্ধ অভিযুক্তও

অভিযুক্তকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। The post সম্পত্তি নিয়ে বিবাদে বাবা-মাকে পুড়িয়ে খুন ছেলের, অগ্নিদগ্ধ অভিযুক্তও appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Aug 07, 2017Updated: 05:58 AM Aug 07, 2017

বিপ্লব দত্ত, রানাঘাট: সম্পত্তির ভাগ নিয়ে অশান্তি। বাবা রাজি না হওয়ায় তাঁর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ছেলের। বাবাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ মা। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেলেন দুজন। নদিয়ার রানাঘাটের এই ঘটনায় অভিযুক্তও অগ্নিদদ্ধ। ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সেজ ভাই।

Advertisement

[কর্নাটক ছেড়ে গুজরাটের রিসর্টে কংগ্রেস বিধায়করা, কড়া নজরবন্দি]

রানাঘাটের রাবণবর এলাকার বাসিন্দা বৈদ্যনাথ বিশ্বাস। সত্তর বছরের এই বৃদ্ধের চার ছেলে। সম্প্রতি বৈদ্যনাথবাবু গাছ বিক্রি করে ৯০ হাজার টাকা পেয়েছিলেন। এই টাকা নিয়ে বাড়িতে অশান্তি হয়। ছোট ছেলে অবোধ টাকা চাইলেও তা দিতে অস্বীকার করেন বৈদ্যনাথ বিশ্বাস। এই নিয়ে মাঝেমধ্যেই বাবা ছেলের মধ্যে অশান্তি হত। গত বৃহস্পতিবার রাতে বৃদ্ধ যখন ঘুমোচ্ছিলেন তখন ঘটে অঘটন। অভিযোগ মোটরবাইক থেকে পেট্রল বের করে বাবার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয় অবোধ। স্বামীকে বাঁচাতে এসে সরস্বতী বিশ্বাসের শরীরে আগুন ধরে যায়। মায়ের ওই অবস্থা দেখে অবোধ তাঁকে বাঁচানোর চেষ্টা করে। অবোধের গায়ে আগুন লেগে যায়। তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হওয়ায় বৈদ্যনাথবাবু এবং তাঁর স্ত্রীকে পাঠানো হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে গত শনিবার বৃদ্ধ মারা যান। রবিবার রাতে মারা যান সরস্বতীদেবী। অভিযুক্ত অবোধ এখনও রানাঘাটের হাসপাতালে ভর্তি। বাবাকে খুনের জন্য ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সেজভাই সুবোধ বিশ্বাস। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে অবোধকে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুস্থ হলে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে।

[এই স্বাধীনতা দিবসে ব্যাপক ‘ক্যাশব্যাক অফার’ দেবে মোদি সরকার!]

বৃদ্ধের সেজ ছেলে সুবোধ জানান, মাঝেমধ্যেই বাড়ি লিখিয়ে নেওয়ার জন্য তাঁর বাবার ওপর চাপ দিতেন ছোট ছেলে। গাছ বিক্রির টাকা নিয়ে দুজনের মাঝেমধ্যে গণ্ডগোল। বাবা টাকা না দেওয়ায় ভাই খুন করে বলে অভিযোগ সুবোধের। বিশ্বাস বাড়ির ছোট ছেলের এমন কাণ্ডে হতবাক গোটা এলাকা। টাকা না পাওয়ায় অবোধের এমন আচরণ প্রতিবেশীরা মানতে পারছেন না।

The post সম্পত্তি নিয়ে বিবাদে বাবা-মাকে পুড়িয়ে খুন ছেলের, অগ্নিদগ্ধ অভিযুক্তও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement