shono
Advertisement

ফের রাজ্যে টর্নেডো! চুঁচুড়া-হালিশহরের পর এবার অশোকনগরে ক্ষয়ক্ষতি

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
Posted: 12:47 PM May 27, 2021Updated: 06:10 PM May 27, 2021

অর্ণব দাস, বারাকপুর: ঘূর্ণিঝড় ‘যশ’ বা ‘ইয়াস’ (Cyclone Yaas) বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। তারই মাঝে অশোকনগরে নয়া দুর্যোগ। চুঁচুড়া-হালিশহরের পর এবার টর্নেডোর সাক্ষী অশোকনগরের (Tornado in Ashoknagar) ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ।

Advertisement

বৃহস্পতিবার ঠিক সকাল ১০টা ১৫মিনিট নাগাদ আচমকাই কালো হয়ে যায় গোটা আকাশ। বইতে থাকে ঝোড়ো হাওয়া। টর্নেডোর সাক্ষী উত্তর ২৪ পরগনার অশোকনগর (Tornado in Ashoknagar) বিধানসভার ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ।  নিমেষের মধ্যে প্রায় ২০-৩০টি বাড়ির টিনের চাল হাওয়ায় উড়ে যায়। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

এর আগে গত সোমবার চুঁচুড়া এবং হালিশহরেও টর্নেডো হয়।  বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানিও হয় দু’জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টর্নেডোয় কাঁপল উত্তর ২৪ পরগনার অশোকনগর। 

[আরও পড়ুন: তৃণমূলকে বদনাম করতে করোনা ছড়িয়ে দেওয়ার ছক! ফাঁস বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাট]

উল্লেখ্য, বুধবারই ওড়িশার (Odisha) বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘যশ’ বা ‘ইয়াস’। তার আগেই দিঘায় (Digha) ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়। প্রায় ৩০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হয়। ক্ষতিগ্রস্ত হয় একের পর এক হোটেল। ভেঙে যায় বহু কাঁচাবাড়ি। গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে যায়। আশ্রয়হীন হয়ে পড়েন অনেকেই। তবে প্রাণহানি হয়নি কারও। বৃষ্টি ছাড়া কলকাতায় যদিও ঘূর্ণিঝড় ‘যশ’ বা ‘ইয়াসে’র দাপট সেভাবে চোখে পড়েনি। বরং ভরা কোটালের ফলে  গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলমগ্ন হয় কলকাতার একাধিক এলাকা। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনও রাজ্যের আবহাওয়ার উন্নতি বিশেষ হয়নি। সকাল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে চলছে বৃষ্টিও। তারই মাঝে অশোকনগরে টর্নেডোর দাপট। যার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নিউ বারাকপুরে ওষুধের দোকান ও গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ড, বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার