shono
Advertisement

পাওয়ার ব্লকে কাজের জের, হাওড়া থেকে খড়গপুরগামী বহু ট্রেন বাতিল

ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। The post পাওয়ার ব্লকে কাজের জের, হাওড়া থেকে খড়গপুরগামী বহু ট্রেন বাতিল appeared first on Sangbad Pratidin.
Posted: 10:52 AM Jun 02, 2019Updated: 10:52 AM Jun 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় বেশ কয়েকটি লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত ভারতীয় রেলের৷ সূত্রের খবর, রবিবার দিনভর ধরে ওই শাখায় পাওয়ার ব্লকের কাজ চলবে৷ তার জেরে আপাতত বেশ কয়েকটি লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে৷ সাধারণত এই শাখায় ট্রেন পেতে প্রতিদিনই ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ রবিবার ভোগান্তি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

[ আরও পড়ুন: নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে রেকর্ড গড়ল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা]

ভারতীয় রেলের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই৷ কখনও অভিযোগ উঠেছে ঘোষণা ঠিকমতো হয় না তো আবার কখনও অভিযোগ উঠেছে সময়মতো ট্রেন পাওয়া যায় না৷ নিত্যযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে যদিও বা দক্ষিণ-পূর্ব শাখায় দু-একটা ট্রেন পাওয়া যায় তো রাতের দিকে তাও অমিল৷ প্ল্যাটফর্মে ট্রেন পাওয়া গেলেও, তা আদৌ কখন ছাড়বে সে প্রশ্নের উত্তরও নাকি মেলে না৷ প্রায় প্রতিদিনই ৩০-৪৫ মিনিট দেরিতে চলে সব ট্রেন৷ এই সমস্যার মাঝেই আবার পাওয়ার ব্লকে কাজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ রবিবার দিনভর চলবে সেই কাজ৷ তার জেরে এদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট ১১টি খড়গপুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে৷ এছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা এসি ট্রেন৷ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷ তার মধ্যে রয়েছে ভদ্রক-হাওড়া প্যাসেঞ্জার, আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার৷ এছাড়াও ৬টি এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে৷ দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন যাত্রীরা প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হন৷ রবিবার ট্রেন কম চলায় সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা তাঁদের৷

[ আরও পড়ুন: রোজা ভেঙে রক্তদান, যমে-মানুষের লড়াইয়ের ময়দানে রাখির প্রাণদাতা ওসমান]

হাওড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনার শ্যামনগরেও রবিবার সকালে ব্যাহত ট্রেন চলাচল৷ শ্যামনগরে ঢোকার মুখে মা তারা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়৷ প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে ট্রেন৷ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে কারও কোনও বিপদ হয়নি৷ স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ারদের কাছে৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ট্রেনটির ইঞ্জিন মেরামতির কাজ৷ তার জেরে ৩ নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ এরপর ১ নম্বর রেললাইন দিয়ে অন্যান্য ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়াও হয়েছিল৷ ঘণ্টাখানেক পর আবারও মা তারা এক্সপ্রেস চলা শুরু হয়েছে৷ 

The post পাওয়ার ব্লকে কাজের জের, হাওড়া থেকে খড়গপুরগামী বহু ট্রেন বাতিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement