shono
Advertisement

শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ।
Published By: Sayani SenPosted: 09:42 PM May 21, 2025Updated: 10:17 PM May 21, 2025

কল্যাণ চন্দ, বহরমপুর: শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন। গাছ পড়ে একটি কামরায় আগুন ধরে যায়। বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

বুধবার সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। ওই ট্রেনের যাত্রীদের দাবি, ট্রেন বেথুয়াডহরি পেরনোর পর থেকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে। এরপর ট্রেনটি লালগোলার দিকে যাওয়ার সময় রেজিনগর রেলস্টেশনে ঢোকার মুখে বিপত্তি। লেডিস কামরায় একটি গাছ পড়ে যায়। ওই কামরায় আগুন ধরে যায় বলে জানান যাত্রীরা। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কামরা থেকে রেললাইনে লাফ মারেন আতঙ্কিত যাত্রীরা। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ এবং রেল পুলিশ। এখনও ওই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ। যার ফলে ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

এদিকে, চরম ভোগান্তির শিকার দক্ষিণ পূর্ব রেলের যাত্রীরাও। হাওড়া স্টেশনের উপর থেকে চাপ কমানোর জন্য সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানো হচ্ছে। উন্নয়নের কাজ শেষ হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যাত্রীদের দাবি, তা সত্ত্বেও ওই রুটে ট্রেন সময়মতো চলছে না। লোকাল ট্রেন চলছে ঘণ্টার পর ঘণ্টা দেরিতে। আবার দূরপাল্লার ট্রেনের অবস্থাও প্রায় একইরকম। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে। গন্তব্যে পৌঁছতে যেন কালঘাম ছুটছে যাত্রীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জারে আগুন। গাছ পড়ে একটি কামরায় আগুন ধরে যায়।
  • বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
  • ট্রেনটি এখনও দাঁড়িয়ে রয়েছে। ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Advertisement