সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী ও শিশু পাচারে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ। পরের দু’টি স্থান দখলে রেখেছে রাজস্থান ও গুজরাত। সম্প্রতি এমন রিপোর্টই পেশ করেছে কেন্দ্রীয় সরাকর। ২০১৬ সালে ভারতে নারী ও শিশু পাচারের ৮,১৩২টি মামলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকেই ৩,৫৭৬টি মামলা রয়েছে। ১,৪২২টি মামলা রয়েছে রাজস্থানের। গুজরাতের রয়েছে ৫৪৮টি মামলা।
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ২০১৬ সালে দিল্লিরই সবথেকে বেশি মামলা রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে যদি ৭৭টি মামলা হয়, তবে দিল্লি থেকেই হয়েছে ৬৬টি। কেন্দ্রের রিপোর্ট অবশ্য বলছে, ২০১৫-র তুলনায় ২০১৬ সালে দিল্লি থেকে অভিযোগ অনেক কম এসেছে।
দিল্লির পরই রয়েছে দমন ও দিউ। তবে ২০১৬ সালে জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা, নাগাল্যান্ড, দাদরা ও নগরহাভেলি, লাক্ষ্মাদ্বীপ, পুদুচেরি থেকে একটিও পাচারের অভিযোগ নেই। রাজ্য জুড়ে এত সচেতনতা-প্রচার, তা সত্ত্বেও এই সংখ্যাতত্ত্ব সত্যিই বাংলাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।
[এবার এই লাইসেন্সটি পেতেও আধার কার্ড বাধ্যতামূলক]
[মেয়ের সঙ্গে নাচে মত্ত সুস্মিতা সেন, ভিডিওয় মজল নেটদুনিয়া]
The post OMG! নারী ও শিশু পাচারে শীর্ষে বাংলা! appeared first on Sangbad Pratidin.
