সুমন করাতি, হুগলি: কুস্তিগিরদের আন্দোলনে উত্তাল গোটা দেশ। রাজনীতির আঙিনাতেও তা নিয়ে কাটাছেঁড়া কম হচ্ছে না। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ চুঁচুড়ার পদকজয়ী সংগ্রাম মল্লিকের। প্রায় ৪০ কিলোমিটার পদযাত্রা করেন তিনি।

গলায় প্রতিবাদী পোস্টার। হুগলির ঘড়ির মোড় থেকে পদযাত্রা শুরু করেন সংগ্রামবাবু। জিটি রোড ধরে উত্তরপাড়ার বালিখাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পদযাত্রা করেন তিনি। সংগ্রাম বলেন, “দিল্লির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। ভারতীয় হিসেবে প্রতিটি মানুষের প্রতিবাদ জানান উচিত। তাই কুস্তিগিরদের পাশে থাকতে আমার সংগ্রাম।”
[আরও পড়ুন: Summer Vacation: জুনে তাপপ্রবাহের আশঙ্কা, স্কুলে গরমের ছুটি আরও ১০ দিন বাড়ল]
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুস্তিগিররা। কিন্তু সংসদ ভবনের সামনে এই দাবি সংক্রান্ত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন সাক্ষী, ভিনেশরা। রাস্তায় পড়ে মার খাচ্ছেন পদকজয়ীরা, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। তারপর আন্দোলন আরও তীব্রতর হয়েছে। কুস্তিগিরদের সমর্থনে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন ভিডিও: