অতুলচন্দ্র নাগ, ডোমকল: মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন বাবা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নজরুল শেখ। বয়স ৬৩ বছর। অভিযুক্ত ছেলের নাম টুটুল শেখ। পরিবার সূত্রে জানা যাচ্ছে, টুটুল ব্যবসার জন্য রাখা প্রায় সাড়ে আট হাজার টাকা ছিঁড়ে দেন। সেই রাগে ছেলেকে বকাবকি করেন নজরুল। বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময় বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে অণ্ডকোষ চেপে ধরেন ছেলে। যন্ত্রনায় ঝটপট করতে থাকলেও টুটুল বাবাকে ছাড়েনি বলে অভিযোগ। লুটিয়ে পড়েন প্রৌঢ়। চিৎকার শুনে ছুটে যান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। কোনওরকমে অভিযুক্তের হাত থেকে নজরুলকে ছাড়িয়ে তড়িঘড়ি সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের ভাইপো হাসিবুল শেখ জানান, "দাদা টুটুল জ্যাঠার প্রায় সাড়ে আট হাজার টাকা ছিঁড়ে নষ্ট করে দেয়। তাই নিয়ে বচসার সময় জ্যাঠাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর অণ্ডকোষ চেপে ধরে। ঘটনাস্থলেই জ্যাঠা লুটিয়ে পড়ে।" খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত টুটুলকে সরকারি প্রচেষ্টায় মানসিক হাসপাতালে ভর্তি করা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।