shono
Advertisement
Caning

পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি! ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি, ক্যানিংয়ে গ্রেপ্তার নাবালক

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:36 PM Jun 06, 2025Updated: 06:56 PM Jun 06, 2025

দেবব্রত মণ্ডল, ক্যানিং: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি! তারপরই ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। গ্রেপ্তার  নাবালক। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত নাবালকের বিরুদ্ধে আগেই এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধের অভিযোগ উঠেছিল। তা নিয়ে সালিশি সভাও বসে। পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও অন্যান্যরা নাবালককে অপকর্ম থেকে দূরে থাকতে বলেন। অভিযোগ, সেই থেকে নাবালক জয়ন্ত ও তাঁর অনুগামী বাঁটুল মণ্ডলকে খুনের হুমকি দিতে থাকে। তাঁদের খুন করবেন এমন কথা নাকি ধৃত কয়েকজনকেও জানিয়ে ছিল। এমন খবর এলাকায় চাউর হতেই পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও তাঁর অনুগামী ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে তার বাড়ি থেকে ধারালো অস্ত্র-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র

ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, "পাড়ারই বছর ১৬-র নাবালক। এলাকায় ও হাট বাজারে বেশ কয়েকবার চুরি ছিনতাই করেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকবার শালিসি সভাও বসেছিল। সেখানে বিচার করেছিলাম। আমার প্রতি আক্রোশ ছিল বোধ হয়। সেই কারণে খুন করার পরিকল্পনা করেছিল। আতঙ্কে ছিলাম। পুলিশে অভিযোগ জানাই। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি।" অন্যদিকে, অভিযুক্তকে গ্রেপ্তার করে সব দিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি! তারপরই ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। গ্রেপ্তার হল নাবালক।
  • ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
  • ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ।
Advertisement