সঞ্জিত ঘোষ, নদিয়া: বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে প্রেমিকা! খবর পেয়ে 'আত্মঘাতী' প্রেমিক। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনা ঘটেছে নদিয়ার বগুলায়। তারা দু'জনেই নাবালক। তাদের ভালোবাসার সম্পর্ক বাড়িতে জেনে যাওয়ার পরই সেই ভয়ে আত্মঘাতী হল? নাকি পিছনে অন্য কোনও কারণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বগুলা গ্রামের কিশোর-কিশোরীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে পরিবারের লোক সেই কথা জানতে পেরে যায়। তারপর থেকেই ভয়ে ভয়ে ছিল তারা। সেই ভয় থেকেই বৃহস্পতিবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে নবম শ্রেণির ছাত্রী। পরিবারের লোকজন জানতে পেরে সঙ্গে সঙ্গে নাবালিকাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে। অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাণে বেঁচে যায় সে।
এদিকে প্রেমিকের কাছে খবর যায় নাবালিকা আত্মহত্যা করেছে। এই খবরের পরই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় নাবালক। নিজের ঘরে আত্মঘাতী হয় সে। বাড়ির লোকজন তাড়াতাড়ি বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয় জেলা হাসপাতালে। সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। ঘটনার আকস্মিকতায় অবাক গ্রামবাসী।