shono
Advertisement

দুর্গাপুরে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার ৪

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা নাবালিকা।     The post দুর্গাপুরে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার ৪ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Mar 22, 2019Updated: 05:27 PM Mar 22, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের লালসার শিকার নাবালিকা। বছর ষোলোর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ৬ যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোকওভেন এলাকা। ইতিমধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

[আগ্নেয়াস্ত্র-সহ ধৃত কোচবিহারের বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ]

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই রঙের উৎসবে মেতে ছিল সকলে। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে এদিন দুপুরে মদ্যপ অবস্থায় দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার আনন্দপুর ক্যানালপারের বাসিন্দা এক কিশোরীর বাড়িতে চড়াও হয় এলাকার ছয় যুবক। অভিযোগ,  রং মাখানোর অছিলায় বছর ১৬-এর ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবকেরা। এরপর বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ওই কিশোরীকে প্রথমে মদ খাওয়ায় অভিযুক্তরা। অভিযোগ, এরপর ওই নাবালিকার উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্তরা। কিশোরীর চিৎকার শুনে তাঁর মা ও প্রতিবেশীরা ছুটে যান। স্থানীয় সূত্রে খবর, তাঁরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই কিশোরী। লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। সেইসময় স্থানীয়রা ৩ অভিযুক্তকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোকওভেন থানার পুলিশ। তাদের হাতে অভিযুক্তদের তুলে দেন স্থানীয়রা। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশ ও স্থানীয়রাই নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।    

[মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪টি বাস, চাঞ্চল্য কৃষ্ণনগরে]

জানা গিয়েছে, এরপর তল্লাশি চালিয়ে আরও ১ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে ৪ জন দীপঙ্কর, তাপস, অভিজিৎ ও সুনীল নির্যাতিতার পরিবারের পরিচিত। বাকি ২ অভিযুক্তের কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। নির্যাতিতার মায়ের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত রয়েছে অভিযুক্ত দীপঙ্করের স্ত্রীও। তাঁর দাবি, যথাযথ শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।  

The post দুর্গাপুরে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার ৪ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement