shono
Advertisement

দিলদারের বাড়িতে যেতে বাধা, গেস্ট হাউসে পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিনিধিরা

স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরে গেলেন সংখ্যালঘু কমিশনের সদস্যরা। The post দিলদারের বাড়িতে যেতে বাধা, গেস্ট হাউসে পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Apr 28, 2018Updated: 02:53 PM Apr 28, 2018

নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে সিউড়ি থেকে ফিরে গেলেন সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দল৷ রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হওয়ায় দিলদার শেখের পরিবারের সঙ্গে দেখা করতে সিউড়ি যান ভদা কালকোভা, খুরশেদ দস্তুর ও সুনীল সিংহের দু’সদস্যের সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দল৷ কিন্তু, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে স্থানীয় একটি গেস্ট হাউসে উঠে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা৷

Advertisement

গত সোমবার মনোনয়ন পেশের দিনে সিউড়ি-১ নম্বর পঞ্চায়েতে রাজনৈতিক সংঘর্ষের জেরে মৃত্যু হয় দিলদার শেখের৷ দিলদারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷ এই পরিস্থিতির মাঝে আজ, শনিবার নিহত দিলদার শেখের পরিবারের সঙ্গে দেখা করতে যায় সংখ্যালঘু কমিশনের প্রতিনিধি দল৷ স্থানীয়দের বাধা পেয়ে এদিন আবদারপুর গেস্ট হাউসে ওঠেন প্রতিনিধি দলের সদস্যরা৷ সেখানেই দিলদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ শোনেন গোটা ঘটনা৷ গোটা পরিস্থিতি শুনে এদিন উষ্মা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা৷

[মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বীরভূমে উধাও বিরোধী ‘ভূতুড়ে’ প্রার্থী]

এদিনের গোটা ঘটনা ও দিলদারের মৃত্যু সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা৷ অন্যদিকে, বীরভূমের দিলদার শেখকে লক্ষ্য করে কে বা কারা গুলি চালিয়েছিল, এই প্রশ্নের মীমাংসা করতে ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে বীরভূম জেলা পুলিশ৷ সিটের নেতৃত্বে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷ সিউড়ির দিলদার শেখ খুনে গত বুধবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতেরা বিজেপি সমর্থক। দিলদারের বাবার অভিযোগে ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কে এই শেখ দিলদার? তিনি কোন দলের কর্মী? এই প্রশ্নে তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে।

বিজেপির দাবি ছিল, মৃত রাজনৈতিক কর্মী দলের সংখ্যালঘু মোর্চার কর্মী। ত্রিপুরা জয়ের পর বিজেপির বিজয় মিছিলেও তাঁকে নাকি দেখা গিয়েছিল। রীতিমতো ছবি ও ভিডিও প্রকাশ করে নিজেদের দাবি প্রমাণের চেষ্টা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিকেলে আবার সাংবাদিক সম্মেলনে করে শেখ দিলদারের বাবা ও স্ত্রী জানিয়ে দেন, তিনি তৃণমূলকর্মী ছিলেন। তাঁর বাড়িতেও যান তৃণমূল নেতারা। ছেলেকে খুনের ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শেখ দিলদারের বাবা তহিদ খান। গত বুধবার চারজনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা বিজেপি সমর্থক।

[মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে উত্তপ্ত ভাতার, বোমাবাজিতে নিহত তৃণমূলকর্মী]

The post দিলদারের বাড়িতে যেতে বাধা, গেস্ট হাউসে পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিনিধিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement