shono
Advertisement
Bangladesh

জ্বলছে বাংলাদেশ, ঢাকা থেকে পাঁচ মাস পর ফিরল মিতালি এক্সপ্রেসের খালি কামরা

হলদিবাড়ি স্টেশনে ফিরে এল মিতালি এক্সপ্রেসের কামরা। বাংলাদেশের ইঞ্জিন সেই ট্রেন এদিন নিয়ে আসে।
Published By: Suhrid DasPosted: 08:21 PM Dec 10, 2024Updated: 08:53 PM Dec 10, 2024

শান্তনু কর, জলপাইগুড়ি:আগুন জ্বলছে বাংলাদেশে। হিন্দুদের উপর আক্রমণের খবর আসছে। ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে আগেই। এবার বাংলাদেশ থেকে ফিরল মিতালি এক্সপ্রেসের ফাঁকা কামরা। দীর্ঘ পাঁচ মাস ধরে বাংলাদেশেই আটকেছিল ভারতের এই ট্রেনের কামরাগুলি। মঙ্গলবার ভারতের মাটিতে ট্রেন ফিরে আসল।

Advertisement

নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশন পর্যন্ত রুট মিতালি এক্সপ্রেসের। হাসিনা জমানায় দুই দেশের মধ্যে সুসম্পর্কের প্রতীক হিসেবে দেখা হত এই ট্রেনটিকে। জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকে। একসময় হাসিনা সরকারের পতন হয়। দিল্লি-বাংলাদেশ কূটনৈতিক  সম্পর্কের অবনতি ঘটে। সেই আবহে গত ১৭ জুলাই থেকে বন্ধ হয়ে যায় মিতালি এক্সপ্রেস। সেই থেকে বাংলাদেশেই ছিল এই ট্রেনের কামরাগুলি। নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি। ট্রেনের কামরা কীভাবে আসবে? সেই বিষয় নিয়েও চর্চা চলছিল।

মঙ্গলবার বাংলাদেশের ইঞ্জিন সীমান্ত পেরিয়ে ট্রেন ভারতে ফিরল। হলদিবাড়ি স্টেশনে সেই গাড়ি দাঁড়ায়। এরপর সেই ইঞ্জিন ফিরে যায় বাংলাদেশে। পরে হলদিবাড়ি স্টেশন থেকে ফাঁকা কামরাগুলিকে ইঞ্জিনের সাহায্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। হলদিবাড়ি স্টেশনের স্টেশন মাস্টার অমিত তেওয়ারি জানান, এদিন সকাল নটায় ট্রেনের কামরাগুলি আসে। ট্রেনের সব কামরাই অক্ষত রয়েছে। বাংলাদেশের হিংসার প্রভাব পড়েনি কামরায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে আগেই।
  • এবার বাংলাদেশ থেকে ফিরল মিতালি এক্সপ্রেসের ফাঁকা কামরা।
  • মঙ্গলবার ভারতের মাটিতে ট্রেন ফিরে আসল।
Advertisement