সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ধমানের উপকণ্ঠে দেবীপক্ষের সূচনা হল শনিবার। তবে একটু অন্যরকমভাবে। শ্রাচী গ্রুপের উদ্যোগে উঠছে এক স্বপ্ন নগরী। আর সেই স্বপ্নের প্রকল্পেরই মডেল ফ্ল্যাট ও বাংলো উদ্বোধন করলেন অভিনেত্রী মনামী ঘোষ। সেই উপলক্ষেই মহালয়ার আগে দেবীপক্ষের অনুষ্ঠানে মেতে উঠল উপনগরী ‘রেনেসাঁ টাউনশিপ’।
প্রায় ২৫০ একর জমি জুড়ে একটু একটু করে গড়ে উঠছে এই স্বপ্ন নগরী। কী নেই সেখানে! আস্ত একটা শহরে যা থাকে সবই মিলবে এখানে। শহরের আদলেই হাসপাতাল, স্কুল, বাংলো থেকে বাজারে সেজে উঠছে এ টাউনশিপ। শ্রাচীর উদ্যোগে গড়ে ওঠা এ টাউনশিপ সার্থকনামাই বটে। আস্ত একটা শহরই ক্রমে ক্রমে যেন জেগে উঠছে। বহুদিনের পরিশ্রম, অধ্যবসায় মিশে আছে এই সাজানো নগরীর হয়ে ওঠার পিছনে। শনিবার প্রথমেই দ্যুতি নামের টুইন বাংলোর উদ্বোধন করেন অভিনেত্রী মনামী।
২.৩ কাঠা জমির উপর গড়ে উঠেছে ১,২২৫ বর্গফুটের সুন্দর বাংলোটি। যা স্বপ্ন থেকে কম কিছু নয়। ফ্লোর টাইলস থেকে চওড়া জানলা, স্লাইডিং ডোর সবই নজরকাড়া। নিচের তলায় ডাইনিং ড্রয়িংয়ের সঙ্গে থাকছে একটি বেডরুমও। আর শরতের মরশুমে জানলার বাইরে তাকালেই কাশ ফুলের সমারোহ। যা মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। উপরের তলায় রয়েছে দুটি বেডরুম। সঙ্গে অ্যাটাচড টয়লেট। তবে বাংলোর সবচেয়ে আকর্ষণীয় অংশ অবশ্যই এর একতলার বারান্দা। যেখান থেকে গোটা টাউনশিপের অপরূপ দৃশ্য তো চোখে পড়বেই, সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডাও জমে উঠবে। এর ঠিক নিচেই একটি স্পেস রয়েছে, যেখানে সকালে বসে যেমন কফি খাওয়াও যাবে, তেমনই পুরণ করতে পারবেন গার্ডেনিংয়ের শখও। শ্রাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি বলছেন, “সিঁড়ির নিচ থেকে ঢোকার গেট, বাড়ির প্রতিটি কোণকেই সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। মানুষ যাতে অনেকটা জায়গা উপভোগ করতে পারেন, সেভাবেই প্ল্যান করে তৈরি হয়েছে বাংলোটি।”
শ্রাচির কর্ণধার রাহুল টোডির সঙ্গে বাংলোটি ঘুরে দেখেন মনামী। যার EXCLUSIVE ভিডিও ধরা পড়েছে সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরায়। সাজানো বাংলো দেখে দারুণ খুশি টলিপাড়ার অভিনেত্রীও। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এ বাংলো নিঃসন্দেহে ক্রেতার মন কাড়বে। পুজোয় থাকছে বিশেষ অফার। শ্রাচীর কলকাতার অফিস থেকে অথবা রেনেসাঁ টাউনশিপ থেকে অনায়াসেই বুক করা যাবে। দেরি না করে আপনিও এই স্বপ্নপুরীর অংশীদার হয়ে উঠুন।
The post সাধ্যের মধ্যে স্বপ্নের বাংলো কিনুন রেনেসাঁ টাউনশিপে appeared first on Sangbad Pratidin.
