shono
Advertisement

রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ পার, একদিনে মৃত ১৫৭

ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
Posted: 06:36 PM May 25, 2021Updated: 06:49 PM May 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas)। আতঙ্কে রীতিমতো কাঁটা প্রত্যেকে। এই অবস্থায় খানিকটা স্বস্তি দিল গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড গ্রাফ। কারণ, আগের দিনের তুলনায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,০০৫ জন। ফলে বাংলার মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১৩ লক্ষের গণ্ডি। করোনার বলি হয়েছেন ১৫৭ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ৩,৪৫২ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। নিম্নমুখী সেখানকার কোভিড গ্রাফ। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৯৭৯ জন। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,২০২ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,১৬৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,০১, ৯৭৮। 

[আরও পড়ুন: দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, বন্যায় ভাসতে পারে এই জেলাগুলি, সতর্ক করল নবান্ন]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৫৭ জনের। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। এদিনের মৃতদের মধ্যে ৪৬ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৩ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ১০ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ৬৭৪। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯, ০৫৭ জন। তাঁদের মধ্যে ৪,০৬২ জন উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১১,৬০,৯২৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯. ১৭ শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৬৬,১২৩ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement