shono
Advertisement

২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত প্রায় ২১ হাজার, দৈনিক মৃত্যুর নিরিখে ফের শীর্ষে কলকাতা

সুস্থতার হার ৮৬.৬৮ শতাংশ।
Posted: 07:56 PM May 13, 2021Updated: 07:56 PM May 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে (CoronaVirus) রুখতে একাধিক পদক্ষেপ করা সত্ত্বেও বাগে আসছে না মারণ ভাইরাস। ক্রমশ বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৩৯ জন রাজ্যবাসী। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। যা খানিকটা স্বস্তি দিচ্ছে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪,১৩১ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯২৪ জন। তৃতীয় স্থানে উঠে এল হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ১,২৭৬ জন।  হুগলি রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি।নতুন সংক্রমিতের সংখ্যা ১,২৩৬ জন। বেশ কয়েকদিন পর নদিয়ায় সংক্রমণের হার সামান্য হলেও নিম্নমুখী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৭৩, ৯৫৬।

[আরও পড়ুন: অনলাইন ক্লাসে দলিত বিরোধী মন্তব্যের জের, সাসপেন্ড খড়গপুর আইআইটির অধ্যাপিকা]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২৯ জনের। অর্থাৎ অত্যন্ত সামান্য হলেও নিম্নমুখী মৃত্যু। এদিন মৃতদের মধ্যে ৩৯ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। একদিনে জলপাইগুড়িতে করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ৮৫৭। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯,১৮১ জন। তাঁদের মধ্যে ৩,৯৮৩ জন কলকাতার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ৯,৩০,৮৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬. ৬৮ শতাংশ। সুস্থতায় সামান্য হলেও কমেছে উদ্বেগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement