সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪০ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যও। একদিনে করোনার বলি ১২ জন। এদিকে এদিন বিদেশ ফেরত আরও একজনের শরীরে মিলেছে করোনার জীবাণু। তবে তিনি ওমিক্রন আক্রান্ত কি না, তা এখনও জানা যায়নি।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৭৭ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৬৪ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় সামান্য কম।
[আরও পড়ুন: বউ পালাল…! দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে মুম্বই পাড়ি বালির ২ গৃহবধূর, তারপর…]
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩০ জন। চতুর্থ স্থানে দক্ষিন ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ২৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৭, ৯৩০।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৮৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৫১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭,০০, ৭৯১। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৩৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
