shono
Advertisement

COVID-19 UPDATE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে এক ধাক্কায় অনেকটা কমল সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় মৃত্যু শূন্য

একদিনে করোনার বলি ৯ জন।
Posted: 07:19 PM Aug 16, 2021Updated: 08:11 PM Aug 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫০২ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। কমেছে মৃত্যুও। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশার আলো জোগাচ্ছে রাজ্যবাসীকে। অন্যদিকে, করোনা বিধি আরও কিছুটা শিথিল করেছে রাজ্য। ৫০ শতাংশ লোক নিয়ে খোলা  যাবে বিনোদন পার্ক, মিউজিয়াম। টিকাকরণ সম্পূর্ণ হলে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে মিল, আইটি ফার্ম ও অন্যান্য বেসরকারি সংস্থা।

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৭৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৬২ জন।সামান্য হলেও বেড়েছে ওই জেলার সংক্রমণ। তৃতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সেখানকার ৪৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। তবে আগের দিনের তুলনায় সংক্রমণ প্রায় অর্ধেক। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৯২ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৯,০৬৫।

[আরও পড়ুন:Coronavirus: অতিমারীর ধাক্কায় নিশ্চিহ্ন সংসার! কোভিডে মৃত্যু স্বামীর, আত্মঘাতী স্ত্রী ও মেয়ে ]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৯ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। একদিনে করোনার বলি সেখানকার ২ জন করে। তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩১২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৯১ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,৯২১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৭ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,১৩,২৮১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম বিলিকে কেন্দ্র করে হুলুস্থুল জেলায় জেলায়, বীরভূমে পদপিষ্ট ৭]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার