shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী সাড়ে ১৬ হাজার রাজ্যবাসী, মৃত ১১৩

সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি।
Posted: 07:18 PM Jun 04, 2021Updated: 07:18 PM Jun 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধিনিষেধে বাগে মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টাতেও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭, ৯১৩ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। সুস্থতার  হার পেরিয়েছে ৯৫ শতাংশের গণ্ডি। যা নিঃসন্দেহে আশার আলো। তবে আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে মৃত্যু। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ১,৬৮৬ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগেরদিনের তুলনায় একটু হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। দ্বিতীয় স্থানে কলকাতা। তবে নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ফের কলকাতার দৈনিক সংক্রমণ এক হাজারের কম। তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৬৩২ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৫২৪ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও বেশ খানিকটা নিম্নমুখী। তবে ভয় বাড়াচ্ছে জলপাইগুড়ি। একদিনে করোনা আক্রান্ত সেখানকার ৫১০ জন। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,১১, ৪৪৮।

[আর ওপড়ুন: করোনা কালে পকেটে টান, সন্তানকে খুনের পর আত্মঘাতী সোদপুরের দম্পতি!]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১৩ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতদের মধ্যে ২৫ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। উল্লেখ্যযোগ্যভাবে হাওড়ায় বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি হয়েছেন ১২ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ০৩৪। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬, ৫৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৩, ৪২, ৩৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫. ১১ শতাংশ। 

[আর ওপড়ুন: রেলকর্মীদের কামরায় ওঠায় মহিলা স্বাস্থ্যকর্মীকে ‘হেনস্তা’, পালটা ‘মার’ আরপিএফকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার