shono
Advertisement

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের COVID গ্রাফ, একদিনে মৃত ১৪

দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা।
Posted: 06:45 PM Jul 28, 2021Updated: 09:27 PM Jul 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। যা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে আমজনতার। তবে এসবের মধ্যে আশার আলো ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১১৪ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা, এক ধাক্কায় অনেকটা বেড়েছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৮১ জন। আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৮০ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। দার্জিলিং (Darjeeling) চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৬২ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮১ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৫,৭৭৩।

[আরও পড়ুন: Malda : বিহারে নিয়ে যাওয়ার পথেই উদ্ধার অপহৃত ৯ পঞ্চায়েত সদস্য, পুলিশের জালে ৩]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। দ্বিতীয় স্থানে কোচবিহার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১০৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৬,২৯৪। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ১২২ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৫,৯৯,১২০ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement