shono
Advertisement
Murshidabad

'নিজেকে পুলিশের থেকে বড় ভাবলে...', মুর্শিদাবাদের দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি নয়া এসপির

মুর্শিদাবাদের অশান্তির পর নতুন দায়িত্ব নিয়েছেন এই পুলিশকর্তা।
Published By: Subhankar PatraPosted: 06:58 PM May 31, 2025Updated: 07:13 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "কারও মাথায় যদি থাকে পুলিশের থেকে বড় কিছু আমি। সেই চিন্তা-ভাবনা মাথা থেকে বার করে দেওয়া উচিত।" নতুন দায়িত্ব নিয়েই মঞ্চে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের সরাসরি 'চ্যালেঞ্জ' ছুড়ে দিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার সানি রাজি। 'দাবাং' পুলিশ অফিসারের আরও মন্তব্য, "তিন-চারটে গাড়ি নিয়ে ঘুরলেই, কেউ বড় হয় না। সরকারের সামনে একজন ব্যক্তি কেউ নন। ডোমকলের মস্তানির প্রবৃত্তি আছে, তা বন্ধ করতে হবে।"  

Advertisement

ডোমকলের একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার এসপি কুমার সানি রাজ। শিবিরে বক্তব্য রাখতে উঠে এলাকার সমাজ বিরোধীদের একহাত নেন তিনি। বলেন, "তিন-চারটে গাড়ি নিয়ে ঘুরলেই, কেউ বড় হয়ে যায় না। সরকারের সামনে কোনও একজন ব্যক্তি কেউ নন। এমএলে, নেতা, পুলিশ সবাইকে নিয়ে সরকার তৈরি হয়। সবাইকে নিয়ে প্রশাসন চলে। সেখানে একা কোনও ব্যক্তি কেউ নন।"


পাশাপাশি, ডোমকলের মস্তানির যে প্রবৃত্তি রয়েছে তা কমাতে হবে বলে এসপির বক্তব্য, "ডোমকলের যে মস্তানি, গুন্ডামির প্রবৃত্তি আছে তা কমাতে হবে।" তাঁর আরও সংযোজন, "কারও মাথায় যদি থাকে পুলিশের থেকে বড় কিছু আমি। সেই চিন্তা-ভাবনা মাথা থেকে বার করে দেওয়া উচিত।" তাঁর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে আলোচনা হবে তা জানিয়ে পুলিশকর্তা বলেন, "এই অনুষ্ঠানের পর অনেকে বাইরে গিয়ে বলবে, এসপি কত কিছু বলল। বলুন আমি এই জন্যই এসেছি। কোনও সুপারিশ নিয়ে এখানে আসেনি। সরকার যখন বলবে চলে যাব।" পাশাপাশি তিনি জানিয়েছেন, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের পাশাপাশি এলাকার বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মাস খানেক আগে ওয়াকফ আইনের বিরোধিতা উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের কিছু এলাকা।  বাড়ি,দোকানে ভাঙচুর করা হয়। অশান্তির সময় জাফরাবাদে বাবা-ছেলে খুন হন। এই ঘটনার পর মুর্শিদাবাদের এসপিকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব পান এসপি কুমার সানি রাজ। এর আগে রানাঘাট পুলিশ জেলার সুপার ছিলেন তিনি। নতুন দায়িত্ব নিয়েই মুর্শিদাবাদের আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি কোনও গুন্ডামি বরদাস্ত করবেন তা জানিয়ে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "তিন-চারটে গাড়ি নিয়ে ঘুরলেই, কেউ বড় হয় না।সরকারের সামনে একজন ব্যক্তি কেউ নন। ডোমকলের মস্তানির প্রবৃত্তি আছে, তা বন্ধ করতে হবে।"
  • নতুন দায়িত্ব নিয়েই মঞ্চে দাঁড়িয়ে সমাজবিরোধীদের সরাসরি 'চ্যালেঞ্জ ছুঁড়ে' দিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার সানি রাজি।
  • পাশাপাশি, ডোমকলের মস্তানির যে প্রবৃত্তি রয়েছে তা কমাতে হবে বলে এসপির বক্তব্য, "ডোমকলের যে মস্তানি, গুন্ডামির প্রবৃত্তি আছে তা কমাতে হবে।"
Advertisement