বাবুল হক, মালদহ: মালদহের এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত-মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে জমিতে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায়।
এলাকারই দুই যুবক তাঁকে গণধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ঘটনার তদন্তে নেমে এক যুবককে আটক করেছে রতুয়া থানার পুলিশ। অভিযোগ, রবিবার রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন মহিলা। তখনই এলাকার দুই যুবক ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত, মুখ বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাত-মুখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।