সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মহেশতলার রবীন্দ্রনগরে চাল ব্যবসায়ীর রহস্যমৃত্যু। শনিবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার সকালে গাড়ির মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত ওই ব্যক্তির নাম উত্তম সাউ (৩৮)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ওই ব্যবসায়ীর বাড়ি। তিনি চালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিজের একটি ছোট লরিও আছে। সেই গাড়িতেই চাল অন্যান্য জায়গায় পাঠানো হত। পরিবারের দাবি, বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তমকুমার সাউ। শুক্রবার পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে কথাবার্তা হলেও শনিবার রাত থেকে তাঁর সঙ্গে আর কোনওভাবেই যোগাযোগ করা যায়নি।
সাধারণত ওই গাড়ি না চললে বাড়ির কিছুটা দূরে আকড়া নতুনপোলের কাছে ২৫৯ নম্বর বাসস্ট্যান্ডেই সেটি রাখা থাকত। এদিন সকালে সেখানেই দাঁড়িয়ে থাকা গাড়িটির মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই গাড়ির খালাসি দেবব্রত গিরি প্রথম ওই ঘটনা দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় রবীন্দ্রনগর থানা ও উত্তমবাবুর বাড়িতে। মৃতদেহ উদ্ধারে গিয়ে পুলিশকে স্থানীয়দের বাধার মুখেও পড়তে হয়। স্থানীয়রা দ্রুত ওই ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলেন।
সম্প্রতি জুয়ায় আসক্ত উত্তমবাবুর বাজারে বেশ কিছু ধার হয়েছিল। বাড়িতে তাঁর অনুপস্থিতিতে পাওনাদার আসতে পারেন। বাড়ি থেকে বেরনোর আগে সেই কথা তিনি বলে গিয়েছিলেন। পরিবার সূত্রে সেই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর ব্যবহার করা স্কুটিটিও দিন কয়েক ধরে পাওয়া যাচ্ছে না। সেটি কি কারোর কাছে বন্দক দেওয়া হয়েছে? দেনার দায়ে আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নও উঠেছে ঘটনার পরে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।