shono
Advertisement

নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা

জাতীয় ভোটার দিবসে পুরস্কার নেবেন জেলাশাসক। The post নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Jan 21, 2019Updated: 10:33 PM Jan 21, 2019

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করার জন্য জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত হতে চলেছে নদিয়া। সমস্ত কিছু ঠিক থাকলে ২৫ জানুয়ারি জেলাশাসক সুমিত গুপ্তা পশ্চিমবঙ্গের মূখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের হাত থেকে এই পুরস্কার নেবেন। প্রসাশনিক সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর ২৫ জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে কয়েকটি ক্যাটাগরিতে ২০১১ সাল থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে খুব ভুলভ্রান্তি ব্যতিত তালিকা প্রকাশ করলে এই পুরস্কার পাওয়া যায়। এখনও পর্যন্ত নদিয়ায় মোট ভোটার সংখ্যা ৪০,৯১,১৪৫ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২১,১১,৮৫৫ জন। নারীর সংখ্যা ১৯,৭৯,১৮৬ জন। আগের তুলনায় জনসংখ্যার নিরিখে ভোটার বেড়েছে ০.৭১ শতাংশ।

Advertisement

গত ১৪ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ অনুযায়ী, নদিয়ায় ভোটার বেড়েছে ছিয়ানব্বই হাজার দুশো এক। উল্লেখযোগ্য বিষয় হল, নারীর বৃদ্ধির হার এক লাফে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে এক হাজার পুরুষের অনুপাতে নারীর হার ৯৩২ ছিল সেখানে এখন হয়েছে ৯৩৭। অবশ্য কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নারীর বৃদ্ধির হার সব থেকে বেশি। নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। নদিয়ায় নারীর সংখ্যা বেড়েছে বাহান্ন হাজার তিনশো ছাব্বিশ। পুরুষ সেই তুলনায় কম বেড়েছে। পুরুষের সংখ্যা বৃদ্ধি হয়েছে তেতাল্লিশ হাজার আটশো বাহাত্তর জন। তবে নারী বৃদ্ধির হার সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায়। এই বিভাগে তারা পুরস্কার পাচ্ছে। নদিয়ায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা বেড়ে হয়েছে একশো চার জন। পুরস্কার পাওয়ার কথা স্বীকার করে নদিয়া জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘কমিশন এই পুরস্কার দেবে। আমরা খুব খুশি। সবাই ভাল কাজ করেছে। ইলেকট্রোরাল রোলটা ক্লিন রোল হওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।’

[‘চিন্তা করিস না, ৪২-এ বিয়াল্লিশ হবে’, মা যোগাদ্যা নাকি অভয় দিয়েছেন অনুব্রতকে!]

The post নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, পুরস্কার পাচ্ছে নদিয়া জেলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার