shono
Advertisement
Baruipur

পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ! গ্রেপ্তার প্রতিবেশী যুবক

পকসো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 04:23 PM Feb 14, 2025Updated: 04:43 PM Feb 14, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বারুইপুরের বাসিন্দা। সে নবম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী যুবক সূর্য দাস নাবালিকা ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। অভিযোগ, নাবালিকাকে অ্যাসিড মারার হুমকিও দিত অভিযুক্ত। ভয় দেখিয়ে নাবালিকার সঙ্গে জোরপূবর্ক শারীরিক সম্পর্ক তৈরি করে সূর্য । শুধু তাই নয়, ঘনিষ্ঠ ছবি তুলে রেখে পরে তা ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ।

যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত সূর্য । সেই ছবি ভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয়। তাঁরা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে পুরো বিষয়টি বাড়ির সদস্যদের বলে।

ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। শুক্রবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করার আগে নির্যাতিতা বলে, "আমার মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দিত। কাউকে কিছু বললে আমার বাবা-মাকেও মেরে দেবে বলত। ভয়ে এতদিন কিছু বলতে পারিনি।"

নির্যাতিতার মা বলেন, "আমরা স্বামী-স্ত্রী সকাল ৭টায় কাজে বেরিয়ে যাই। বাড়িতে একাই থাকত মেয়ে। তখন ছেলেটি আমাদের বাড়িতে আসত। মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে। এতদিন ভয়ে মেয়ে কিছু বলতে পারেনি। ওই ছেলেটি নিজের বন্ধু ও আমাদের আত্মীয় পরিজনদের মেয়ের নগ্ন ছবিও পাঠায়। তখন মেয়ে সব কথা আমাদের জানায়। আমরা ওই যুবকের কঠোর শাস্তি চাই।" বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, "নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সূর্য নামের যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
  • ঘটনাটি ঘটেছে বারুইপুরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে পুলিশ। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
Advertisement