shono
Advertisement

জেলে বসছে সেলাই মেশিন, পোশাক বানাবে বন্দিরা

রেস্তোরাঁও চালাচ্ছে বন্দিরাই The post জেলে বসছে সেলাই মেশিন, পোশাক বানাবে বন্দিরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Feb 07, 2017Updated: 11:26 AM Feb 07, 2017

ব্রতীন দাস ও শান্তনু কর: এবার জেলকর্তাদের পোশাক বানাবে বন্দিরাই৷ তার জন্য জলপাইগুড়ি সেণ্ট্রাল জেলে বসানো হচ্ছে সেলাই মেশিন৷ পালা করে সেলাইয়ের পাঠ দেওয়া হবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের৷ অন্যদিকে, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে রেস্তরাঁ চালু করল বন্দিরা৷ সেখানে মিলছে মন পসন্দ খাবার৷ সকালে চা-কফি, ওমলেট৷ সন্ধ্যায় পুরি-সবজি, সিঙাড়া, পকোরা৷ কোনওদিন আবার মোমো-চাউমিন৷ কুপন কাটলেই হাতে মিলছে গরমাগরম খাবার। বন্দিদের হাতে তৈরি খাবারে মজেছেন জেলের আধিকারিকরা। বড় কর্তাদের সঙ্গে কেউ দেখা করতে আসলে বন্দিদের হাতে তৈরি খাবার খাচ্ছেন। এমনকি গিন্নির আদেশও থাকছে, এখান থেকে খাবার নিয়ে যাওয়ার।

Advertisement

হাতির হামলা রুখতে দমকলের ধাঁচে বিশেষ গাড়ি আনছে বনদপ্তর

শিলিগুড়ি জেলে বন্দিদের রেস্তরাঁ ঘিরে খুশি কারা কর্তারা৷ জেল সুপার বলেছেন, খাবার তৈরির উপকরণ সরবরাহ করা হচ্ছে দপ্তরের তরফে৷ বন্দিরা তিনবেলা খাবার বানাচ্ছে৷ কুপনের মাধ্যমে ওই খাবার মিলছে৷ এমনিতে সংশোধানাগারে কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক তো আছেই৷ এ ছাড়া বন্দিদের বাড়ির লোকজন টাকা-পয়সা দিয়ে গেলে তা অফিসে জমা রাখা হচ্ছে৷ ওই টাকার বিনিময়েও কুপন নিয়ে খাবার পেতে পারে কোনও বন্দি৷ দিনে আড়াই থেকে তিন হাজার কুপন জমা পড়ছে বন্দিদের রেস্তরাঁয়৷ ফলে খাবার সরবরাহ করতেই এখন হিমশিম খাচ্ছে শেফ-বন্দিরা৷

অন্যদিকে, জলপাইগুড়ি সেণ্ট্রাল জেলের সুপার শুভব্রত চট্টোপাধ্যায় বলেন, আগামী সপ্তাহেই ১০টি সেলাই মেশিন চলে আসবে৷ তিনটি ব্যাচে ১০ জন করে বন্দিকে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে৷ বন্দিদের হাতে তৈরি পোশাক পরবেন কারা দফতরের কর্তারা৷ শিলিগুড়ি জেলেও এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার নবীন কুজুর জানান, দু’টি সেলাই মেশিন ইতিমধ্যেই আনা হয়েছে৷ সেলাইয়ের প্রশিক্ষক পাওয়া গেলেই ট্রেনিং শুরু হয়ে যাবে৷

৪৯ টাকায় আনলিমিটেড কলের অফার দিচ্ছে BSNL

 

The post জেলে বসছে সেলাই মেশিন, পোশাক বানাবে বন্দিরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার