shono
Advertisement

Breaking News

৪০ বছরের চেষ্টায় ভাগ্যবদল, লটারিতে কোটি টাকা জিতলেন বনগাঁর বৃদ্ধ

খুশির হাওয়া পরিবারে।
Posted: 05:08 PM Jan 22, 2024Updated: 05:08 PM Jan 22, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: টোটো চালিয়ে কোনওরকমে চলছিল সংসার। অভাব নিত্যসঙ্গী। তা সত্ত্বেও প্রায় ৪০ বছর ধরে লটারির টিকিট কাটতেন বৃদ্ধ। অবশেষে চাকা ঘুরল ভাগ্যের। এক টিকিটে কোটিপতি বনগাঁর (Bangaon) বিমল বিশ্বাস। খুশির হাওয়া পরিবারে।

Advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁর চাঁপাবেড়িয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বাস চালাতেন তিনি। অর্থাৎ পেশায় ছিলেন ড্রাইভার। তবে বয়সের সঙ্গে সঙ্গে চোখে সমস্যা দেখা দিয়েছে। এদিকে সংসার চালাতে অর্থ তো প্রয়োজন। অগত্যা টোটো চালাতে শুরু করেন তিনি। কোনওমতে চলছিল সংসার। এদিকে ভাগ্য ফেরাতে প্রায়ই লটারির টিকিট কাটতেন বিমলবাবু। অন্যান্যদিনের মতো রবিবারও লটারি কেনেন তিনি। ভাবতেই পারেননি মুহূর্তে বদলে যাবে ভাগ্যা।

[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]

রাতে ফলপ্রকাশ হতেই চক্ষুচড়কগাছ। টিকিট মেলাতেই দেখা গেল, এক কোটির পুরস্কার বিমলবাবুর ঝুলিতে। স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ওই বৃদ্ধ ও তাঁর পরিবার। কিন্তু এত টাকা দিয়ে কী করবেন বৃদ্ধ? তাঁর ইচ্ছে, পাকা বাড়ি করবেন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় সেজন্য কিছু ব্যবস্থা করবেন। এর পর নিজের চিকিৎসা করাবেন। দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। নার্ভের সমস্যাও রয়েছে। এবার অবশেষে চিকিৎসা হবে ভেবেই খুশি বৃদ্ধ।

[আরও পড়ুন: রামসেবায় দরাজহস্ত, ১০০১ কেজি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement