অর্ণব দাস, বারাকপুর: দিল্লি বিস্ফোরণের নাম জড়িয়েছে, যোগ মিলেছে সন্ত্রাসবাদীদের সঙ্গে! এমনই কথা বলে হাই কোর্টের তরফে অ্যারেস্ট ওয়ারেন্ট জারির ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগ। তিন লক্ষ টাকা খোয়ালেন রহড়ার এক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএ'র অফিসার পরিচয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ীর কাছে ফোন আসে। ফোন ধরতেই প্রথমে ব্যবসায়ীর নাম, ঠিকানা বলে জানানো হয়, দিল্লি বিস্ফোরণে যুক্ত সন্ত্রাসবাদীদের মোবাইল নম্বর সংযুক্ত এমন দুটি অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ করে মোট এক কোটি টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টে। তাই ব্যবসায়ীর বিরুদ্ধে দিল্লি হাই কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। এরজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, জায়গা, জমি, সম্পত্তির সমস্ত খতিয়ান চাওয়া হয়। একইসঙ্গে প্রতারকরা জানায়, কারেন্ট অ্যাকাউন্টে ২০ হাজার টাকার বেশি রাখা যাবে না। অবিলম্বে তিন লক্ষ টাকা হাই কোর্টে আরটিজিএস করতে বলা হয়।
পরদিন শুক্রবার দুপুরে একইভাবে ফোন করে ব্যবসায়ীকে জানানো হয়, সব ব্যাঙ্ক অ্যকাউন্টের টাকা একটি অ্যাকাউন্টে জমা করতে হবে। এতেই ব্যবসায়ীর সন্দেহ হলে রহড়া থানায় অভিযোগ জানান। এরপরই নিশ্চিত হন যে তিনি প্রতারকদের ফাঁদে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী জানান, "হোয়াটসঅ্যাপ কলে প্রতারকরা যোগাযোগ করেছিল। সাইবার প্রতারণার অনেক খরব শুনেছি, কিন্তু নিজে প্রতারকদের খপ্পরে পড়ব ভাবতে পারিনি।"
