shono
Advertisement

Breaking News

গল্প হলেও সত্যি! লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন আচার বিক্রেতা

কোটি টাকা নিয়ে কী করবেন, ভেবেই উঠতে পারছেন না নূর।
Posted: 09:27 PM Nov 15, 2023Updated: 09:27 PM Nov 15, 2023

নন্দন দত্ত, সিউড়ি: এক লটারিতেই (Lottery) রাতারাতি ভাগ্য বদল। ছিলেন আচার বিক্রেতা, হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি! বীরভূমের মুরারই ১ নং ব্লকের পলশা গ্রামে ঘটেছে এমনই অবিশ্বাস্য  ঘটনা। মাত্র ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন এক আচার বিক্রেতা। বিকেলে লটারির ফলাফল দেখেই চোখ কপালে তাঁর। কোটি টাকার লটারি তো তিনিই জিতেছেন! 

Advertisement

বীরভূমের (Birbhum) মুরারই এক নম্বর ব্লকের পলশা গ্রামের বাসিন্দা নূর আলম শেখ। আচার বিক্রি করে দিনাতিপাত করেন। জানা গিয়েছে, গত ১০ নভেম্বর ৩০ টাকা দিয়ে  লটারির টিকিট কেটেছিলেন নূর আলম শেখ পলসা গ্রামের। বিকালবেলা ফলাফল দেখে হতবাক হয়ে যান তিনি নিজেই! দেখেন, তাঁর টিকিটেই মিলেছে এক কোটি টাকার পুরস্কার!

[আরও পড়ুন: মহুয়ার প্রশ্ন বিতর্কের মাঝে BGBS-এ আমন্ত্রিত আদানি গোষ্ঠী! কী ব্যাখ্যা রাজ্যের মন্ত্রীর?]

গ্রামে ঘুরে ঘুরে কুলের আচার বিক্রি করেন নুর আলম শেখ। খুব বেশি হলে শ দেড়েক টাকা হাতে পান। তা দিয়েই কষ্টেশিষ্টে দিন চালান। এবার লটারির টিকিট কেটে এক কোটি টাকা পেয়ে আত্মহারা পলশা গ্রামের এই আচার বিক্রেতা। ১৩ তারিখ টিকিট কেটে বিকেলে জানতে পারেন, এক কোটি (One Crore) টাকার লটারি বিজেতা তিনি নিজে! এক ছেলে, মেয়ে, স্ত্রীকে নিয়ে তাঁর পরিবার। কোনওক্রমে দিন চালানো নূর আচমকা এত টাকা হাতে পেয়ে কিছুটা আতঙ্কিতও। সেই কারণে নিরাপত্তা চেয়ে মুরারই থানার দ্বারস্থ হয়েছেন। এখনও বুঝে উঠতে পারছেন না, কোটি টাকা দিয়ে কী করবেন।

[আরও পড়ুন: কে ‘নাসির’? জয়নগর হত্যাকাণ্ডের ‘মাথা’র চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement