shono
Advertisement
PM Narendra Modi

বঙ্গে মোদি LIVE: 'মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধাচ্ছে', বেলডাঙা কাণ্ডে তৃণমূলকে বিঁধলেন মোদি

শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন প্রধানমন্ত্রীর।
Published By: Subhankar PatraPosted: 01:36 PM Jan 17, 2026Updated: 03:31 PM Jan 17, 2026

দুই দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার মালদহে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে প্রধানমন্ত্রীর। সব খুঁটিনাটি জানতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে। 

Advertisement

৩টে ২৭ মিনিট: 'মালদহ মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।' মালদহে বললেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বেলডাঙা হিংসার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলে মোদির সংযোজন, 'বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বার করতে হবে।' এপ্রসঙ্গে আমেরিকার উদাহরণও টেনে আনেন তিনি।

৩টে ১১ মিনিট: বাংলার গরিব মানুষের পাকা বাড়ি হোক তা চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমি চাই প্রতিটি ঘরে জল দিতে। কিন্তু তা হচ্ছে না।"

২টো ৪৮ মিনিট: রাজনৈতিক সভামঞ্চে ভাষণ রাখছেন নরেন্দ্র মোদি। তাঁকে দেখতে মণ্ডপের বাঁশে উঠে পড়েন সমর্থকরা। তাঁদের নামতে অনুরোধ প্রধানমন্ত্রীর। বাংলায় আসল পরিবর্তনের সময় এসেছে বলে দাবি করলেন মোদি। বললেন, "মহারাষ্ট্রে বিজেপিকে বেছেছে সেখানকার মানুষ। আমার বিশ্বাস এবার বাংলার মানুষও বিজেপিকে নিয়ে আসবে। আমি বিহারে জয়ের পর বলেছিলাম, মা গঙ্গা আশীর্বাদে বাংলায় বিকাশের গঙ্গা বইবে।" 

২টো ৪০ মিনিট: মালদহে রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনও হিন্দু নাগরিককে বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দিলেন তিনি। বলেন, "তোমায় হৃদমাঝারে রাখব, কোনও হিন্দু শরণার্থী বঞ্চিত হবেন না।"  মঞ্চে বসে রয়েছেন নরেন্দ্র মোদি। বক্তব্য রাখতে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "আমাদের টাকা আছে। আমাদের সুযোগ দিন।" বাংলায় তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বলেও তোপ দাগেন তিনি।

১টা ২৫ মিনিট: দুই দিনের বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা। মালদহে কচিকাঁচাদের সঙ্গে কথা বলছেন তিনি।  

২টো ৩৬ মিনিট: রাজনৈতিক সভার মঞ্চে প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাবার ছবি তুলে দেওয়া হল মোদির হাতে। শিবেন্দুশেখর রায়কে হিন্দু মহাসভার নেতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকর্মী তুলে ধরা হল।

২টো ২০ মিনিট: প্রশাসনিক সভা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদি। মঞ্চে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মোদি বলেন, " এই বন্দে ভারত ট্রেন উদ্বোধন হওয়ায় কালীঘাট থেকে মা কামাখ্যার ভূমিজুড়ে গেল। এক সময় বিদেশের ট্রেন দেখে ভারতীয়রা বলতেন আমাদের দেশেও এমন ট্রেন থাকলে ভালো হত। আজ, দেশের ট্রেন পরিষেবা অনেক উন্নত হয়েছে। ভারতীয় রেল অনেক এগিয়ে, আত্মনির্ভরও বটে।" মোদির দাবি, আমেরিকা, ইউরোপ থেকে বেশি লোকোমোটিভ বানানো হচ্ছে দেশে। প্রশাসনিক সভা শেষে এবার পাশের রাজনৈতিক সভায় যাবেন প্রধানমন্ত্রী।

১টা ৩০ মিনিট: মালদহ স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবুজ পতাকা নাড়িয়ে নতুন ট্রেনের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি সভা থেকে তিনি মোট ৩, ২৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement