shono
Advertisement
under 19 World Cup

হিন্দুহত্যার উত্তাপ ছোটদের বিশ্বকাপেও! বাংলাদেশের সঙ্গে করমর্দন করল না ভারত অধিনায়ক আয়ুষ

এর আগে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচেও অধিনায়করা হাত মেলাননি। এবার সেটাই দেখা গেল ছোটদের বিশ্বকাপে।
Published By: Arpan DasPosted: 01:55 PM Jan 17, 2026Updated: 02:31 PM Jan 17, 2026

মাঠের বাইরের উত্তাপ বাইশ গজেও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর বাংলাদেশের অধিনায়কের সঙ্গে হাত মেলাল না ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। এর আগে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচেও অধিনায়করা হাত মেলাননি। এবার সেটাই দেখা গেল ছোটদের বিশ্বকাপে। বাংলাদেশে ভারত-বিদ্বেষ এই মূহূর্তে আকাশচুম্বী। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার কারণে সেই বিরোধিতা আরও তীব্র হয়েছে। আরও পিছোলে  দেখা যাবে বাংলাদেশে হিন্দুহত্যার প্রেক্ষিতে ভারতে প্রতিবাদ ওঠে। তার জন্য আইপিএলে নিষিদ্ধ করা হয় বাংলাদেশি পেসারকে।

Advertisement

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে নারাজ বাংলাদেশ। এই উত্তপ্ত আবহের মধ্যেই শনিবার অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে বিশ্বকাপে গ্রুপ 'বি'-এর ম্যাচে ভারত খেলতে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেও বিতর্ক সঙ্গী হল। টসের সময় জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাল না আয়ুষ। আবরার বাংলাদেশের সহ-অধিনায়ক। কিন্তু অধিনায়ক আজিজুল হাকিমের বদলে তাকে পাঠানো হয়। টসে যদিও ভারত হারে। প্রথমে ব্যাট করতে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। রান পায়নি অধিনায়ক আয়ুষ ও বিহান মালহোত্রা।

বড়দের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের ছোটরা। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও যে একই ঘটনা ঘটবে, তা অনুমান করা যায়নি। তবে সম্প্রতি ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে যে অবনতি ঘটেছে, এটাকে তারই প্রভাব বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের হিন্দুহত্যা তথা সংখ্যালঘু নিপীড়নের ধারাবাহিক ঘটনার জেরে এদেশে প্রতিবাদ হয়েছে। আইপিএলে কেন বাংলাদেশি খেলানো হবে, সেই ক্ষোভের জেরে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়। সেই বিতর্কের পর এই প্রথম ভারত-বাংলাদেশ বাইশ গজে মুখোমুখি হল। আর সেই ম্যাচ থেকে বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement