জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলা আবাস যোজনায় তালিকা নিয়ে দুর্নীতি করেছিলেন খোদ সরকারি দুই কর্মী। বিডিওর নির্দেশে থানায় অভিযোগ দায়েরের পরেই পালিয়ে অন্য জেলায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত সরকারি কর্মী সঞ্জয় বোস। গোপালনগর থানার পুলিশ তাঁকে হুগলি থেকে গ্রেপ্তার করে। এর আগে বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছিলেন আরেক অভিযুক্ত বিশ্বজিৎ মিত্র।
সঞ্জয় বসু এবং বিশ্বজিৎ মিত্র দীর্ঘদিন ধরেই সরকারি কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন। আবাস যোজনার সমীক্ষার দায়িত্বেও ছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রকৃত প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিয়ে বদলে অন্যদের নাম তালিকভুক্ত করা হয়েছে। জয়া বিশ্বাস এবং রামপ্রসাদ সরকার আবাসের প্রকৃত প্রাপক। কিন্তু তাঁদের বদলে রাজকুমার এবং রামপ্রসাদ সিংহের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি কর্মী সঞ্জয় বসু এই নাম বদল করেছেন বলে অভিযোগ। অন্যদিকে, বিশ্বজিৎ মিত্রও তালিকায় থাকা একজনের নাম বদলে দিয়েছেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই পুরসভার দুই কর্মীর বিরুদ্ধে শুরু হয় তদন্ত।
বনগাঁর বিডিও শেষপর্যন্ত ওই দুই কর্মীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ আগেই বিশ্বজিৎ মিত্রকে আগেই গ্রেফতার করেছিল। কিন্তু সঞ্জয় বসু এলাকা থেকে পালিয়ে যান। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। হুগলি থেকে সোমবার রাতে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ| আজ মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছেন? আর কোনও দুর্নীতির সঙ্গে তাঁরা জড়িয়ে? সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।