shono
Advertisement
Nadia

পরকীয়ায় চিড় ধরতেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল প্রেমিকার! 'অভিমানে' আত্মঘাতী যুবক

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Published By: Suhrid DasPosted: 09:15 PM Jan 31, 2025Updated: 09:43 PM Jan 31, 2025

রমনী বিশ্বাস, তেহট্ট: বিবাহবহির্ভূত সম্পর্কে থাকাকালীন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখা হয়েছিল। সম্পর্কের অবনতি হতেই সেই ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন যুবতীর পরিবার। সেই কথা জানতে পেরে কীটনাশক খেয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় পালটা পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

Advertisement

ঘটনাটি ঘটেছে, নদিয়ার থানারপাড়া থানার ধোড়াদহ গ্রামে। জানা গিয়েছে, গ্রামেরই বাসিন্দা ওই যুবতী রাখি মণ্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন যুবক শরিক আনসারি। তাঁরা দুজনেই বিবাহিত বলে খবর। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি রেখেছিলেন ওই মহিলা। পরে সম্পর্কে ফাটল ধরে। অভিযোগ, যুবকের মোবাইলে অন্তরঙ্গ ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করতে থাকেন ওই মহিলা। বেশ কয়েকদিন ব্ল্যাকমেল চলে বলে খবর। রাগের মাথায় ওই যুবক সেইসব ছবি মহিলার স্বামীকে ফোনে পাঠিয়ে দেন।

সেই ছবি দেখে মহিলার পরিবারে তীব্র বিবাদ হয়। মহিলার স্বামী ও অন্যান্যরা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই কথা শোনার পরে মঙ্গলবার নিজের বাড়িতে কীটনাশক খান যুবক। তাঁকে উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি থাকার পরে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবকের পরিবার এদিন মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবৈধ সম্পর্ক থাকাকালীন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখা হয়েছিল।
  • সম্পর্কের অবনতি হতে সেই ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে।
  • সেই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন ওই মহিলার পরিবার।
Advertisement