shono
Advertisement
Saumitra Khan

'লম্পটকে ভোট দেবেন?', ভোটের আগে সৌমিত্রর নামে পোস্টার ঘিরে শোরগোল

পোস্টার নিয়ে কী বলছে বিজেপি?
Published By: Tiyasha SarkarPosted: 12:17 PM May 24, 2024Updated: 04:00 PM May 24, 2024

অসিত রজক, বিষ্ণুপুর: আর মাত্র হাতেগোনা কয়েক ঘণ্টা। তার পরই ষষ্ঠ দফায় বাঁকুড়ায় ভোট(Lok Sabha Election 2024)। এই পরিস্থিতিতে শুক্রবার ও সাতসকালে বাঁকুড়ার কোতুলপুরে মিলল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Saumitra Khan) নামে পোস্টার। তাতে লেখা, 'এই লম্পটকে কি ভোট দেবেন আপনারা?' আর এই পোস্টটা নিয়েই হইচই শুরু হয়েছে কোতুলপুরে।

Advertisement

শুক্রবার সকালে বাঁকুড়ার কোতুলপুরের বিভিন্ন এলাকায় দেখা যায় সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার। উপরে লেখা, "সৌমিত্র খাঁ-এর চার্জশিট"। তাতে লেখা, "রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লে না?", "নিজের স্ত্রীকে তো ছাড়লেনই। অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য নিরীহ মানুষকে খুন করলেন?", "আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিম বাংলায়?"। নিচে লেখা, "এই লম্পটকে কেউ ভোট দেবেন আপনারা?" এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়।

[আরও পড়ুন: রিজেন্ট পার্কের আবাসন থেকে বৃহন্নলার রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

পোস্টার সম্পর্কে কোতুলপুরের বিজেপির মণ্ডল সভাপতি কেশবী নাগা বলেন, সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের আইকন। সমাজের কিছু বিকৃত মানুষ এই ধরনের কাজ করছেন। তারা সৌমিত্র বিরুদ্ধে এই ধরনের কুৎসা রটানোর চেষ্টা করছে। এতে বিন্দুমাত্র বিচলিত হওয়ার কোনও কারণ নেই। সমাজে এই ধরনের মানুষ থাকবে। এটা নিয়ে আমরা চিন্তা করি না। উল্লেখ্য, এদিনই খেজুরি থেকে উদ্ধার হয়েছে শাহজাহানের নামের পোস্টার। 

[আরও পড়ুন: ‘আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়’, মোদির মন্তব্যে মমতার পালটা, ‘আমাদের তো মা-বাবা আছে’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাত্র হাতেগোনা কয়েক ঘণ্টা। তার পরই ষষ্ঠ দফার ভোট।
  • এই পরিস্থিতিতে শুক্রবার ও সাতসকালে বাঁকুড়ার কোতুলপুরে মিলল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে পোস্টার।
  • তাতে লেখা, 'এই লম্পটকে কি ভোট দেবেন আপনারা?' আর এই পোস্টটা নিয়েই হইচই শুরু হয়েছে কোতুলপুরে।
Advertisement