shono
Advertisement

পরীক্ষা পিছনোর দাবি, পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়

অশান্তির জেরে দিনভর ব্যাহত পঠনপাঠন৷ The post পরীক্ষা পিছনোর দাবি, পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Mar 25, 2019Updated: 03:56 PM Mar 25, 2019

সৌরভ মাজি, বর্ধমান: ফের পড়ুয়াদের বিক্ষোভে অশান্ত শিক্ষাঙ্গন৷ আবারও ঘটনাস্থল বর্ধমান বিশ্ববিদ্যালয়৷ পরীক্ষা পিছনোর দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভে শামিল বিবিএ, বিসিএ-র পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয় কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা৷ অশান্তির জেরে দিনভর ব্যাহত পঠনপাঠন৷

Advertisement

[ আরও পড়ুন: ভোট বৈতরণী পেরোতে জনসংযোগে জোর, রাস্তায় ঘুরে প্রচার কল্যাণ চৌবের]

পড়ুয়াদের বিক্ষোভে গত ফেব্রুয়ারিতে অশান্ত হয়ে উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর৷ স্নাতক স্তরের সব বিভাগের পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়ে ওঠেন পড়ুয়ারা৷ সেই বিক্ষোভের আঁচ স্তিমিত করতে আসরে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আলোচনার পর পিছিয়ে দেওয়া হয় পরীক্ষা৷ পড়ুয়াদের জানানো হয়, পরীক্ষা হবে মার্চের শেষে৷ দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে৷ কিন্তু তাতেও নারাজ পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয়ের বিবিএ, বিসিএ পরীক্ষার্থীদের দাবি, এখনও তাঁদের সিলেবাস শেষ হয়নি৷ বেশিদিন পড়ারও সময় পাননি তাঁরা৷ তাই পরীক্ষা আরও বেশ কয়েকদিন পিছতে হবে৷

[আরও পড়ুন: বালুরঘাটে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় দেওর]

কিন্তু তাঁদের এই দাবি মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তাই  সোমবার সকাল থেকে বিবিএ, বিসিএ পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে বসে পড়েন তাঁরা৷ সেই সময় বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বাইক নিয়ে বেরোতে যান৷ অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর বাইকের চাবি কেড়ে নেন৷ তাতে বাধা দিতে যান তিনি৷ শুরু হয় দু’পক্ষের বচসা৷ সেই সময় বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন৷ বচসা ধস্তাধস্তির রূপ নেয়৷ তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে  কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়৷

[আরও পড়ুন: তৃণমূলকে ঠেকাতে বঁটি হাতে নেওয়ার বার্তা বিজেপি মহিলা কর্মীদের, বিতর্কে সৌমিত্র খাঁ]

অশান্তি থামলেও, আন্দোলন থেকে সরে আসার কোনও চিন্তাভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা৷ যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অবস্থান বদল করে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেবে, ততক্ষণ তাঁদের অবস্থান চলবেই, জানিয়েছেন এক পড়ুয়া৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবিতে কান দিতে নারাজ৷ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার দিনক্ষণ স্থির থাকবে বলে পালটা জানিয়েছে কর্তৃপক্ষ৷

দেখুন ভিডিও:

ছবি ও ভিডিও: মুকুলেসুর রহমান

The post পরীক্ষা পিছনোর দাবি, পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement