shono
Advertisement
M Baazar Winter Collections

স্টাইল আর স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন, শীতের নতুন লুকে সাজুন ‘M Baazar’-এর সঙ্গে

সাধ্যের মধ্যে সেরা শীতকালীন পোশাক, সঙ্গে আকর্ষণীয় গিফট ভাউচার।
Published By: Buddhadeb HalderPosted: 10:06 AM Dec 20, 2025Updated: 12:31 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত মানেই উৎসবের মরসুম। আর উৎসব মানেই নতুন নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা। কিন্তু শীতের পোশাক শুধু স্টাইলিশ হলে চলে না, তা আরামদায়ক হওয়াও জরুরি। এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে পূর্ব ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড M Baazar নিয়ে এসেছে তাদের দুর্দান্ত উইন্টার কালেকশন।

Advertisement

M Baazar-এ পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে শীতকালীন পোশাকের বিপুল সম্ভার। নারীদের জন্য এখানে আছে স্টাইলিশ হুডেড মিলিটারি পার্কা জ্যাকেট। জিন্স ও নিউট্রাল কালারের সোয়েটারের সঙ্গে এই জ্যাকেট আপনাকে দেবে স্পোর্টি লুক। আবার অফিসের ফরমাল সাজের জন্য বেছে নিতে পারেন ডাবল ব্রেস্টেড ব্লেজার।

পুরুষদের জন্য রয়েছে ট্রেন্ডি নেক হুডি এবং লেদার বা ডেনিম জ্যাকেটের লেয়ারিং। ক্যাজুয়াল লুকে আভিজাত্য আনতে বেছে নিতে পারেন হাই-ওয়েস্ট জিন্সের সঙ্গে স্টাইলিশ সোয়েটশার্ট। শিশুদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ছোট ছেলেদের জন্য আরামদায়ক ট্র্যাকসুট এবং মেয়েদের জন্য নানা রঙের হুডি—সবই পাবেন এক ছাদের তলায়। প্রতিটি পোশাক তৈরি হয়েছে উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে।

M Baazar মানেই সাধ্যের মধ্যে ফ্যাশন। এবার গ্রাহকদের জন্য তারা নিয়ে এসেছে এক দারুণ অফার। আগাম কেনাকাটা করলেই আপনি পাবেন ২০০ টাকার বিশেষ গিফট ভাউচার। পরবর্তীতে ১০০০ টাকার কেনাকাটায় এই ভাউচারটি ব্যবহার করা যাবে। অর্থাৎ ১০০০ টাকার পোশাক আপনি পাবেন মাত্র ৮০০ টাকায়!

বাংলাসহ ভারতের ৯টি রাজ্যে M Baazar-এর ২০০টিরও বেশি আউটলেট রয়েছে। এক ছাদের তলায় গ্রাহকদের কম দামে ভালো মানের সামগ্রী জোগান দিয়ে আসছে। তাই এই শীতে পরিবারসহ আজই ঘুরে আসুন আপনার নিকটস্থ M Baazar আউটলেটে। নতুন পোশাকের সঙ্গে আপনার শীত হোক আরও রঙিন এবং আনন্দময়।
ওয়েবসাইট: https://www.mbaazar.in/

#MyBaazarMbaazar

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড M Baazar নিয়ে এসেছে তাদের দুর্দান্ত উইন্টার কালেকশন।
  • M Baazar-এ পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য রয়েছে শীতকালীন পোশাকের বিপুল সম্ভার।
  • আগাম কেনাকাটা করলেই আপনি পাবেন ২০০ টাকার বিশেষ গিফট ভাউচার।
Advertisement