shono
Advertisement
Kharagpur

খড়গপুরে মাটি চাপা পড়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু, দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় উদ্ধার দেহ

উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে দিনভর বিক্ষোভ অন্য শ্রমিকদের।
Published By: Monishankar ChoudhuryPosted: 08:04 PM Apr 19, 2025Updated: 08:04 PM Apr 19, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: মাটি চাপা পড়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু। উত্তেজনা, বিক্ষোভ। দিনভর চাঞ্চল্য খড়গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায়।  শনিবার সকালে একটি ধাতুর কারাখানায় মাটি চাপা পড়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় ক্ষুব্ধ  অন্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখানো শুরু করেন।  যার জেরে দিনভর উত্তপ্ত ছিল গোটা এলাকা। 

Advertisement

জানা গিয়েছে,  মৃতদের নাম তাপস জানা (৪০) এবং রাহুল মিদ্যা (২৭)। তাপসের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর এলাকায়। রাহুল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার গোদাপিয়াশাল এলাকার বাসিন্দা। কারখানায় স্তূপ করে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই ঠিকা শ্রমিকের। চাঙ্গুয়াল এলাকায় ওই কারাখানার ৬ নম্বর ইউনিটের সম্প্রসারণের কাজ চলছে। কয়েকজন শ্রমিকের সঙ্গে ভিত তৈরির কাজ করছিলেন ওই দুজনও। সেসময় হঠাৎই মাটি চাপা পড়ে যান তাপস ও রাহুল। অনেক চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে পারেননি বাকি শ্রমিকরা। এরপরই কর্মস্থলে নিরাপত্তার দাবি এবং মৃত দুজনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত শ্রমিকরা।

উত্তেজনার খবরে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মৃতদেহ উদ্ধার করতে বাধা দেন বাকি শ্রমিকরা। সন্ধ্যার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জটিলতা কাটে। জানা গিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কারখানা কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে তাতে সন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারী শ্রমিকরা। এরপরই মৃতদেহ দুটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ভাস্কর চৌধুরী নামে কারখানার এক আধিকারিক বলেন, “শ্রমিকদের দাবি মতো পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ তুলে নিয়েছেন। মৃতদেহ দুটি খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাটি চাপা পড়ে দুই ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় শনিবার সকালে উত্তেজনা ছড়াল খড়গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায়।
  • মৃতদের নাম তাপস জানা (৪০) এবং রাহুল মিদ্যা (২৭)।
  • মৃত দুজনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান বাকি শ্রমিকরা।
Advertisement