shono
Advertisement

Breaking News

Purba Medinipur

শপিং মলে 'আত্মহত্যা' যুবকের, প্রেমের সম্পর্কে টানাপোড়েনে চরম সিদ্ধান্ত?

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 02:14 PM Dec 26, 2025Updated: 03:01 PM Dec 26, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: শপিং মলের ভিতরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। তিনি ওই শপিং মলেরই কর্মী ছিলেন। শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন সহকর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা শহরে। যুবক আত্মহত্যা করেছেন নাকি, পিছনে অন্য কোনও কারণ তা নিয়ে ধোঁয়াশা। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে চরমপদক্ষেপ নিয়েছেন যুবক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাপস সাউ। বয়স ২২ বছর। তিনি মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এগরার শপিং মলে কাজ করতেন যুবক। এদিন ভোরবেলায় তাঁকে শপিং মলের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন অন্যকর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এগরা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

যুবক আত্মহত্যা করেছেন নাকি, অন্য কারণ রয়েছে তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়ছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তের পর অনুমান, প্রেমঘটিত কোনও কারণে চরম পদক্ষেপ নিয়েছেন যুবক। কী ঘটেছিল তা জানতে নিহতের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শপিং মলের মতো জায়গায় কী করে এই কাণ্ড ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শপিং মলের ভিতরে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। তিনি ওই শপিং মলেরই কর্মী ছিলেন।
  • শুক্রবার ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন সহকর্মীরা।
  • ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে।
Advertisement