shono
Advertisement

ইন্ডিগোর বিমান ধরতে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে রাহুল, নেটদুনিয়ায় হইচই

'দয়া করা রাহুলের সঙ্গে অভব্য আচরণ করবেন না', টুইট জনৈক ব্যক্তির। The post ইন্ডিগোর বিমান ধরতে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে রাহুল, নেটদুনিয়ায় হইচই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:39 PM Dec 10, 2017Updated: 01:09 PM Sep 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বিমান ধরার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তবুও বিতর্কে জড়ালেন কংগ্রেসের হবু সভাপতি রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় বিমানের ধরার জন্য লাইনে দাঁড়ানো রাহুলকে উদ্দেশ্য করে উড়ে এল একের পর এক হাস্যকর টুইট। তবে বেশিরভাগ টুইটই ছিল ইন্ডিগো কর্তৃপক্ষের জন্য। দয়া করা রাহুলের সঙ্গে অভব্য আচরণ করবেন না, আরজি জানান অনেকে।

Advertisement

[‘পাশে আছি জায়রা’, অভিনেত্রীকে কাঁদতে দেখে সমব্যথী দেশবাসী]

গুজরাতে চলছে বিধানসভা নির্বাচন। শনিবার ছিল প্রথম দফার নির্বাচন। আর সেদিনই দিল্লি উড়ে যান রাহুল। মা সোনিয়া গান্ধীর ৭১তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ১০ জনপথের বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু সামনেই দ্বিতীয় দফার নির্বাচন, আর তাই বিকেলেই আমেদাবাদের বিমান ধরার উদ্দেশে রওনা হন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। এক যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করা এবং তাঁকে মারধর করায় দিনকয়েক আগে খবরের শিরোনামে উঠে এসেছিল বিমানসংস্থা ইন্ডিগো। আর সেই বিমানসংস্থার বিমানেই আমেদাবাদ যাওয়ার কথা ছিল রাহুলের। রাহুল যখন বিমান ধরার লাইনে দাঁড়িয়ে তখন তাঁর একটি ছবি তুলে টুইটারে পোস্ট করে ইন্ডিগো। সঙ্গে লেখে, ‘স্বাগতম রাহুল গান্ধী। আপনার যাত্রা শুভ হোক।’

[নামমাত্র দামে নিলাম জার্মানির এই গ্রাম, কেন জানেন?]

কিন্তু রাহুলের এই ছবি নিয়ে মজা করতে ভোলেননি টুইটার ব্যবহারকারীরা। তুলে আনেন আগের সেই ঘটনার প্রসঙ্গ। কেউ লেখেন, ‘এবার অন্তত ইন্ডিগোর কর্মীদের মাথা ঠান্ডা রাখা উচিত।’ কেউ লেখেন, ‘রাহুলজির গায়ে হাত দিলে এবার সত্যি সত্যিই লাইসেন্স বাতিল হয়ে যাবে।’ কেউ আবার ইন্ডিগো কর্মীদের সাবধান করে লেখেন, ‘রাহুলের সঙ্গে কিন্তু নিজস্ব নিরাপত্তারক্ষী রয়েছে। তাই ইন্ডিগো কর্মীরা কোনও মজা করতে চাইলেও গ্রেপ্তার হতে পারে তারা।’ এখানেই শেষ নয়, বেশ কয়েকজন রাহুলকে ব্যঙ্গ করেও টুইট করেন। একজন লেখেন, ”পাপ্পু’ কেজরিওয়ালের কাছ থেকে নাটক করার শিক্ষা নিচ্ছেন।’

The post ইন্ডিগোর বিমান ধরতে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে রাহুল, নেটদুনিয়ায় হইচই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement