shono
Advertisement

কল থেকে বেরোচ্ছে লাল রঙের জল, শোরগোল দুর্গাপুরে

কী কারণে এমন বিভ্রান্তি? The post কল থেকে বেরোচ্ছে লাল রঙের জল, শোরগোল দুর্গাপুরে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Nov 05, 2017Updated: 04:21 AM Nov 05, 2017

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রক্তে রাঙা জল! সেই জলই নলবাহিত হয়ে আসছে ঘরে ঘরে৷ চরম আতঙ্ক দুর্গাপুরের সত্যজিৎ পল্লিতে৷

Advertisement

[থানায় হামলা চালানোর ছক, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী]

দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির সত্যজিৎ পল্লিতে প্রায় হাজার দশেক বাসিন্দার বাস৷ এই এলাকাতেই একটি আলতার কারখানা আছে৷ শুক্রবার ওই কারখানার পাশেই দুর্গাপুর নগর নিগমের পাইপলাইনের ভালব মেরামতি করা হয় নিগমের পক্ষ থেকে৷ তারপর থেকেই রাঙা জল আসছে বলে স্হানীয় বাসিন্দাদের অভিযোগ। শনিবার সকাল থেকেই ওয়ার্ডের সমস্ত ঘরেই কল থেকে লাল রঙের জল পড়তে থাকে৷ রক্ত রাঙা জল দেখে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে স্হানীয় বাসিন্দাদের মধ্যে৷ এলাকার সমস্ত ঘরেই পানীয় জলের অভাবে হাহাকার পরে যায় এলাকায়৷ এতকিছুর পরও ওয়ার্ডের কাউন্সিলরের দেখা না পেয়ে ক্ষোভ আরও তীব্র হয়৷ স্থানীয় বাসিন্দা আনন্দ দত্ত জানান, শুক্রবার রাত থেকেই এই লাল জল আসতে শুরু করে৷ কিন্তু শনিবার সকাল থেকে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে৷ সকাল সাড়ে দশটা থেকে লাগাতার এই লাল জলই আসছে৷ এদিকে পানীয় জল না মেলায় চড়া দরে বোতলবন্দি জল বিক্রি হতে থাকে এলাকায় বলে স্থানীয় বাসিন্দাদের৷ এই ওয়ার্ডের জল দেবীনগর ওভারহেড ট্যাঙ্ক থেকে আসে বলে জানান বাসিন্দারা৷

//www.sangbadpratidin.in/wp-content/uploads/2017/11/DGP-RED-WATER.mp4

[রাধাকে খুনের আগে দৈহিক চাহিদা মেটায় ধৃত প্রেমিক]

দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি জানান, ”এখনই ওই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবারহের নির্দেশ দেওয়া হয়েছে৷ জল দফতরকে বলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় এই সমস্যার সমাধান করতে৷” তবে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্রমশ বিভ্রান্তি বাড়ছে। স্থানীয় কাউন্সিলার অসীমা চক্রবর্ত্তী জানান, ”শুক্রবার এলাকায় জলের পাইপলাইন মেরামতি করা হয়েছে৷ কিন্তু এই লাল রঙের জল কীভাবে এল তা ইঞ্জিনিয়াররাই বলতে পারবেন৷” তবে আলতা নয় লোহার পাইপলাইনে জং ধরে যাওয়ার ফলেই এই জল বের হচ্ছে বলে তাঁর অনুমান।

ছবি : উদয়ন গুহ রায়

The post কল থেকে বেরোচ্ছে লাল রঙের জল, শোরগোল দুর্গাপুরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার