সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রক্তে রাঙা জল! সেই জলই নলবাহিত হয়ে আসছে ঘরে ঘরে৷ চরম আতঙ্ক দুর্গাপুরের সত্যজিৎ পল্লিতে৷
[থানায় হামলা চালানোর ছক, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী]
দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির সত্যজিৎ পল্লিতে প্রায় হাজার দশেক বাসিন্দার বাস৷ এই এলাকাতেই একটি আলতার কারখানা আছে৷ শুক্রবার ওই কারখানার পাশেই দুর্গাপুর নগর নিগমের পাইপলাইনের ভালব মেরামতি করা হয় নিগমের পক্ষ থেকে৷ তারপর থেকেই রাঙা জল আসছে বলে স্হানীয় বাসিন্দাদের অভিযোগ। শনিবার সকাল থেকেই ওয়ার্ডের সমস্ত ঘরেই কল থেকে লাল রঙের জল পড়তে থাকে৷ রক্ত রাঙা জল দেখে আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে স্হানীয় বাসিন্দাদের মধ্যে৷ এলাকার সমস্ত ঘরেই পানীয় জলের অভাবে হাহাকার পরে যায় এলাকায়৷ এতকিছুর পরও ওয়ার্ডের কাউন্সিলরের দেখা না পেয়ে ক্ষোভ আরও তীব্র হয়৷ স্থানীয় বাসিন্দা আনন্দ দত্ত জানান, শুক্রবার রাত থেকেই এই লাল জল আসতে শুরু করে৷ কিন্তু শনিবার সকাল থেকে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে৷ সকাল সাড়ে দশটা থেকে লাগাতার এই লাল জলই আসছে৷ এদিকে পানীয় জল না মেলায় চড়া দরে বোতলবন্দি জল বিক্রি হতে থাকে এলাকায় বলে স্থানীয় বাসিন্দাদের৷ এই ওয়ার্ডের জল দেবীনগর ওভারহেড ট্যাঙ্ক থেকে আসে বলে জানান বাসিন্দারা৷
[রাধাকে খুনের আগে দৈহিক চাহিদা মেটায় ধৃত প্রেমিক]
দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি জানান, ”এখনই ওই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবারহের নির্দেশ দেওয়া হয়েছে৷ জল দফতরকে বলা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় এই সমস্যার সমাধান করতে৷” তবে এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্রমশ বিভ্রান্তি বাড়ছে। স্থানীয় কাউন্সিলার অসীমা চক্রবর্ত্তী জানান, ”শুক্রবার এলাকায় জলের পাইপলাইন মেরামতি করা হয়েছে৷ কিন্তু এই লাল রঙের জল কীভাবে এল তা ইঞ্জিনিয়াররাই বলতে পারবেন৷” তবে আলতা নয় লোহার পাইপলাইনে জং ধরে যাওয়ার ফলেই এই জল বের হচ্ছে বলে তাঁর অনুমান।
ছবি : উদয়ন গুহ রায়
The post কল থেকে বেরোচ্ছে লাল রঙের জল, শোরগোল দুর্গাপুরে appeared first on Sangbad Pratidin.
