shono
Advertisement
Jalpaiguri

সীমান্তে উদ্ধার বস্তা বস্তা নতুন জুতো, নাশকতার ছক নাকি নিছক মজা! ধন্দে জলপাইগুড়ি

ওই এলাকা দিয়ে মাঝেমধ্যেই চোরাচালানও হয় বলে অভিযোগ।
Published By: Suhrid DasPosted: 02:31 PM May 17, 2025Updated: 02:31 PM May 17, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জুতো রহস্য। বিভিন্ন এলাকায় নতুন নতুন জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নগর বেরুবাড়ি গ্রামে। বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশ থেকে কেউ বা কারা এই জুতো এনে রেখে যাচ্ছে। ওই জুতোগুলির মধ্যে বিষ লাগানো থাকতে পারে! সেই আশঙ্কাও করা হচ্ছে। পুলিশ-প্রশাসন ও বিএসএফকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এই জুতো ফেলে রাখা কি নিছক মজা? সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ দিন কয়েক আগেও। বাংলাদেশেও অস্থির পরিস্থিতি রয়েছে দীর্ঘ সময় ধরে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও কড়া নজরদারি রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কাও করা হয়েছে। সেই আবহে এবার জলপাইগুড়ির সীমান্ত এলাকায় এই বিপুল পরিমাণ জুতো পাওয়াকে কেন্দ্র করে শোরগোল ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পাশেই সীমান্ত। শুধু তাই নয়, এলাকায় চা বগানও আছে। ওই বাগান এলাকা, চাষের খেত-সহ একাধিক জায়গায় ওইসব জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। দিন কয়েক ধরেই এই ঘটনা দেখা যাচ্ছে বলে খবর।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। ওই এলাকা দিয়ে মাঝেমধ্যেই চোরাচালানও হয় বলে অভিযোগ। এবার ওই এলাকায় প্রায় ১০ থেকে ১২ বস্তা জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটি জুতোই নতুন। কিন্তু কে বা কারা এমন করল? তাহলে কি কোনও চক্রান্ত করা হচ্ছে? ওই জুতোর মধ্যে বিষ, ভাইরাস মিশিয়ে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। ওই এলাকায় একাধিক বাচ্চা, কিশোর-কিশোরীরা রয়েছে। তাদের অনেকেই ওইসব জুতো দেখে লুকিয়ে নিয়ে যাচ্ছে। জুতোর মধ্যে বিষ মেশানো থাকলে তাদের ক্ষতি হতে পারে। সেই ভয়ও পাচ্ছেন স্থানীয়রা। গোটা বিষয়টি পুলিশ বিএসএফকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিএসএফও বিষয়টি খতিয়ে দেখছে। পাচারকারীরা ওই এলাকায় জুতো লুকিয়ে রেখেছিল? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জুতো রহস্য। বিভিন্ন এলাকায় নতুন নতুন জুতো পড়ে থাকতে দেখা গিয়েছে।
  • আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নগর বেরুবাড়ি গ্রামে।
Advertisement