shono
Advertisement

Breaking News

ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য

হত্যা না আত্মহত্যা? The post ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Dec 21, 2017Updated: 09:04 AM Dec 21, 2017

সব্যসাচী ভট্টাচার্য, শিলিগুড়ি : ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যজনক মৃত্যু। ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার, শিলিগুড়ির ইস্কন আশ্রমের একটি ঘর থেকে উদ্ধার হয় দীপঙ্কর বর্মন নামের এক তরুণ সন্ন্যাসীর মৃতদেহ। ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।

Advertisement

[দুধ বাড়ন্ত, বিধানসভার দখল নিল ‘বামপন্থী’ লাল চা]

জানা গিয়েছে, মৃত সন্ন্যাসী শিলিগুড়ির সমরনগরের বাসিন্দা। আশ্রমের জনসংযোগ আধিকারিক প্রভু নামকৃষ্ণ দাস জানান, বুধবার রাতে তিনি আশ্রমে আসেন। তরুণ ওই সেবক সাধু প্রশিক্ষণের জন্য প্রায়ই আশ্রমে আসতেন। এদিন সকালে প্রসাদ নেওয়ার জন্য তাঁকে ডাকতে গিয়ে তাঁর ঘরের দরজা বন্ধ দেখতে পান অন্যান্য সাধুরা। অনেকক্ষণ ডাকাডাকি করলেও তাঁর সাড়া মেলে না। অবশেষে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেতে পান সাধুরা। তারপরই খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে মৃত সন্ন্যাসীর দেহ উদ্ধার করে।

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইস্কন ও শিলিগুড়ি শহরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তরুণ সন্ন্যাসীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

[2G কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মনমোহন, রায়কে স্বাগত কংগ্রেসের]

The post ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement