shono
Advertisement

Breaking News

Hooghly

দিদির সঙ্গে আর পড়তে যাওয়া হল না, তারকেশ্বরে ট্রাক্টর পিষে দিল ভাইকে

তারকেশ্বর থানার পুলিশ ওই ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে।
Published By: Suhrid DasPosted: 03:48 PM Feb 16, 2025Updated: 04:38 PM Feb 16, 2025

সুমন করাতি, হুগলি: পথ দুর্ঘটনায় মারা গেল এক সাত বছরের স্কুলছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানা এলাকার মনোহরপুরে। রবিবার সকালে দিদি ভাইকে নিয়ে একটি সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছিল। সেসময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃত ওই নাবালকের নাম সায়ন প্রধান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থানার বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রামে তাদের বাড়ি। পাশের গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় তারা গৃহশিক্ষকের কাছে পড়তে যায়। রবিবার সকালেও দিদি-ভাই সাইকেল করে গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। কিছুদিন আগেই মনোহরপুর এলাকার ওই রাস্তার পাশে পাইপলাইন পাতার কাজ হয়েছিল। ফলে রাস্তার একাধিক জায়গায় ছোটবড় গর্ত হয়ে আছে।

সেই একটি গর্তেই সাইকেলের চাকা আটকে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল-সহ দিদি ও ভাই রাস্তায় পড়ে যায়। উলটো দিক থেকে একটি ট্রাক্টর আসছিল। সেই ট্রাক্টরের চাকার নিচেই চাপা পড়ে যায় ভাই। অল্পের জন্য রক্ষা পায় বোন। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চোখের সামনে এভাবে ভাইকে হারানো মানতে পারছে না দিদি। ওই পরিবারেও শোকের ছায়া নেমেছে। তারকেশ্বর থানার পুলিশ ওই ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় মারা গেল এক সাত বছরের স্কুলছাত্র।
  • মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানা এলাকার মনোহরপুরে।
  • রবিবার সকালে দিদি ভাইকে নিয়ে একটি সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছিল।
Advertisement