রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রবীণ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মদন ঘোষ (Madan Ghosh) প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ বাম নেতা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
বর্ধমান জেলা সিপিএমের (CPIM) অতি পরিচিত মুখ ছিলেন মদনবাবু। দলের প্রায় সর্বস্তরে অগাধ বিচরণ ছিল তাঁর। একাধিক স্তরের জনপ্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। মদনবাবু দীর্ঘদিন অবিভক্ত বর্ধমান জেলার সিপিএম জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন। সিপিএমের রাজ্য কমিটিতে ছিলেন দীর্ঘদিন। কেন্দ্রীয় কমিটির সদস্যও হন। এছাড়াও পার্টির কৃষকসভার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
[আরও পড়ুন: মিলছে না পেনশন, মাইলের পর মাইল হেঁটে ব্যাংকে চক্কর রুগ্ণ বৃদ্ধার, ক্ষুব্ধ খোদ অর্থমন্ত্রী]
যে সকল বাম নেতাদের অক্লান্ত পরিশ্রমে রাজ্যে পার্টি ক্ষমতায় এসেছিল, মদনবাবু তাঁদের মধ্যে অন্যতম। পার্টি অন্ত প্রাণ মদনবাবু দীর্ঘদিন বিধায়ক ছিলেন। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি হিসাবেও কাজ করেছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন রবীন দেব, মহম্মদ সেলিমের (Md Selim) মতো প্রবীণ নেতারা।
[আরও পড়ুন: সময় দিচ্ছেন না কোনও বিজেপি নেতাই, দিল্লিতে হা-পিত্যেশ করে বসে মুকুল]
শুক্রবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বিকেল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার দলীয় কার্যালয়ে শায়িত থাকবে অশীতিপর নেতার দেহ। বিকেল সাড়ে ৪টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কলকাতা থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব-সহ অন্যান্য নেতা।