জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া সুর নরম শান্তনু ঠাকুরের! আগের পুজো দিতে না দেওয়ার মন্তব্য কিছুটা সরে দাঁড়িয়েছেন তিনি। এখন তাঁর বক্তব্য, "স্বাভাবিকভাবে পুজো দিতে আসলে আপত্তি নেই। প্রভাব খাটালেই সমস্যা।" শান্তনুর বিরোধিতার প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে পুজো দিতে আসবেন। পুজো দিয়ে চলে যাবেন। আমরা আমাদের কাজ করছি। যাঁর যা কাজ সে তাই করবে।"
মমতাবালা ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সকলকে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যাতে কাউকে ঠাকুরবাড়িতে পুজো দিতে বাধা না দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, "অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সকলকে আমরা একটি বার্তা পাঠিয়েছি যাতে ঠাকুরবাড়িতে পুজো দিতে কাউকে বাধা না দেওয়া হয়। তবে এখনও অফিসিয়ালি কোনও কথা হয়নি।" এদিন শান্তনু বলেন, "স্বাভাবিকভাবে পুজো দিতে আসলে আপত্তি নেই। প্রভাব খাটালেই সমস্যা। ঠাকুরবাড়ি নাকা বন্দি করে, যাতায়াতের অসুবিধা করলে সেভাবেই আমরা প্রতিবাদ করব।"
আগামী ৯ জানুয়ারি গাইঘাটার ঠাকুরবাড়িত যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার ঠাকুরবাড়ির এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও মতুয়া সংঘের প্রতিনিধিরা। ঠাকুরনগর হাই স্কুল মাঠ ও ঠাকুরবাড়ি পরিদর্শন করেন তাঁরা। পরে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মহাসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়।
