সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সন্ধ্যা। প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে শান্তিনিকেতন। সারি সারি ছাতার ভিড় সংগীতভবনের সামনে। প্রবল বৃষ্টির মাঝেও দোলের মহড়া দেখতে ছাতা মাথায় অগণিত মানুষের ভিড় প্রমাণ করে দিল বসন্ত উৎসবের জন্য প্রস্তুত শান্তিনিকেতন।
পাঁচের মধ্যে চার রাজ্যে সরকার গড়বে বিজেপি: অমিত শাহ
শনিবার দুপুর থেকেই জমজমাট বিশ্বভারতী চত্বর। অফিস-কাছারি শেষ করে অনেকেই বিকেলের ট্রেনে শান্তিনিকেতন পৌঁছেছেন৷ বোলপুরে পা রাখতেই রাঙা পলাশের অভ্যর্থনা, “আমার বসন্ত এসো…।” মোড়ে মোড়ে বাহারি ভেষজ আবিরের পসরা। রবি ঠাকুরের দেশে যে আবিরে আবিরেই চলে বসন্ত-উদযাপন। এবার রেকর্ড ভিড়ের অনুমান করছে জেলা প্রশাসন। সবরকমভাবেই তারা তৈরি। প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষও। কমপক্ষে ৭০ হাজার মানুষের ভিড় হবে বলে মনে করা হচ্ছে৷ তার জন্য আশ্রম মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের পাশাপাশি নিমন্ত্রিত অতিথি, পর্যটকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে৷
শান্তিনিকেতনের বসন্ত উৎসবে অংশ নিতে এসে পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এগিয়ে এসেছে বোলপুর পুরসভাও। পানীয় জলের জন্য থাকছে পর্যাপ্ত জলের গাড়ি। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে, তেমনই বম্ব স্কোয়াড, অ্যান্টি সাবোতেজ স্কোয়াডও তৈরি। ওয়াচ টাওয়ারে উঠে চালানো হবে নজরদারি। এছাড়াও থাকছে প্রায় ৩৫টি সিসিটিভি।বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অমিত হাজরা জানান, বসন্ত উৎসব যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে৷
পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও
The post বোলপুরে পা রাখতেই রাঙা পলাশের অভ্যর্থনা appeared first on Sangbad Pratidin.
