জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সাতসকালে বনগাঁয় চলল গুলি। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বনগাঁ থানার বক্সিপল্লি এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভেড়ি নিয়ে বচসায় এই গুলি? নেপথ্যে কে বা কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ীর নাম অসিত অধিকারী। বনগাঁ থানার বক্সিপল্লি এলাকার বাসিন্দা তিনি। তাঁর বাড়ির পাশেই একটি ভেড়ি রয়েছে। সোমবার সকালে ভেড়িতে ছিলেন অসিতবাবু। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পিঠে গুলি লাগে অসিতের। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছে কলকাতার হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। দেখা হচ্ছে, এলাকার সিসিটিভি আছে কি না। থাকলে সেক্ষেত্রে ফুটেজ খতিয়ে দেখা হবে। পাশাপাশি গুলিবিদ্ধের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সাতসকালে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তদন্তকারীরা।