shono
Advertisement

Breaking News

Tab Scam

এবার সাগরের ৩১ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব! তদন্ত শুরু

ফের ট্যাব দুর্নীতির হদিশ রাজ্যে!
Published By: Paramita PaulPosted: 03:16 PM Nov 13, 2024Updated: 03:53 PM Nov 13, 2024

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের ট্যাব দুর্নীতির (Tab Scam) হদিশ রাজ্যে! এবার গঙ্গাসাগরের স্কুলের ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তুলে নিল প্রতারকরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।

Advertisement

অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে ৩১ জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা তুলে নেওয়া হয়েছে। স্কুলের ১৬৬ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩১ জন ছাড়া বাকি প্রত্যেকেই ট্যাবের টাকা পেয়েছেন। দেখা যায়, ৩১ ছাত্রছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। গতকাল গঙ্গাসাগর থানাতেই লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন, "স্কুলের ৩১ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিক্ষা পরিদর্শকের কাছে। সুন্দরবন জেলা পুলিশ তদন্ত শুরু করেছে।"

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। অভিযোগ ওঠে, বর্ধমানের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে সিএমএস হাই স্কুলের ২৮ জন পড়ুয়ার টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র চলে গিয়েছে। এই বিষয়ে স্কুলের তরফে বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু হয়। সেখানে দেখা যায় স্কুলের পড়ুয়াদের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে ভিন রাজ্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে সাইবার শাখার পক্ষ থেকে তদন্ত শুরু হয়। এর পর অন্যান্য জেলা থেকেও এক অভিযোগ ওঠে। রাজ্য শিক্ষা দপ্তরের নজরে পড়ে বিষয়টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দ্রুত দেওয়ার বিষয়ে নির্দেশ দেন। এর পরই রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পড়ুয়াদের অ্যাকাউন্টে নতুন করে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ট্যাব দুর্নীতির হদিশ রাজ্যে!
  • এবার গঙ্গাসাগরের স্কুলের ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তুলে নিল প্রতারকরা।
  • এই ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।
Advertisement