shono
Advertisement
Durgapur

বিয়েবাড়িতে গান চালানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু কনেপক্ষের যুবকের! ধুন্ধুমার দুর্গাপুরে

তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 12:04 PM Mar 09, 2025Updated: 05:35 PM Mar 09, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গান চালানোকে কেন্দ্র করে বচসা। বর ও কনেপক্ষের হাতাহাতির মাঝে বিয়েবাড়িতেই চলল গুলি! দুর্গাপুরের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কনেপক্ষের এক যুবকের। তাঁকে কোপানোও হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে শনিবার রাতে বিয়েবাড়ি ছিল। নির্দিষ্ট সময়ে পৌঁছয় বরপক্ষ। সূত্রের খবর, গান চালানোকে কেন্দ্র করে দুই বাড়ির সদস্যদের মধ্যে প্রথম বচসা শুরু হয়। মুহূর্তে তা বিরাট আকার নেয়। শুরু হয় দু'পক্ষের হাতাহাতি। অভিযোগ, তখনই কনেবাড়ির আত্মীয় আর্টিস্ট বেদ নামে ওই যুবককে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে বরপক্ষ বেধড়ক মারধর করে। কনের বাবা জাদুকর বেদের কথায়, "ও আমাদের বাড়িতে এসেছিল। বরযাত্রী আসার পর তার উপর হামলা চালায়। শুনছি গুলি করে খুন করা হয়েছে। আমরা শাস্তি চাইছি। এই ঘটনার জন্য মেয়ের বিয়েও বন্ধ হয়েছে।"

কনের মামা অবিনাশ বেদের অভিযোগ, "বরযাত্রীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমার ভাগ্নেকে গুলি করে খুন করা হয়। আমরা দোষীদের শাস্তি চাইছি।" যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, "কোনও গুলি চলেনি। একটি ঘটনা ঘটেছে। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গান চালানোকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের হাতাহাতি, চলল গুলি! দুর্গাপুরের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কনেপক্ষের এক যুবকের।
  • তাঁকে কোপানোও হয়েছে বলে অভিযোগ।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement