সুমন করাতি, হুগলি: বনগাঁর পর হুগলি। সাতসকালে কোন্নগরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্যবসায়ীর মাথায় গুলি দুষ্কৃতীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পুরনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শামসুদ্দিন আনসারি। হুগলির রিষড়া বাঘ-খাল এলাকায় বালির ব্যবসা ছিল তাঁর। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, সকাল সাড়ে ন'টা নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন শামসুদ্দিন। তখনই খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় রঞ্জন নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। এই পরিস্থিতিতে পাঁচিল টপকে চম্পট দেয় অভিযুক্ত। এলাকায় তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গুলিবিদ্ধ ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা। তবে কী কারণে এই গুলি, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই ভয়ংকর কাণ্ড।